রিজওয়ানদের ‘কাটা গায়ে নুনের ছিটা’ দিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচে মুলতান সুলতান্সকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তার সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাট করতে নেমে ফ্র্যাঞ্চাইজিটি বড় সংগ্রহ দাঁড় করায়। কিন্তু প্রায় আড়াইশ’র সেই পুঁজিকেও অপর্যাপ্ত বলে প্রমাণ করেছে করাচি কিংস। তাদের কাছে ৪ উইকেটে হারের পর মুলতানের মালিক আলি তারিনের কাছেও খোঁচা হজম করতে হচ্ছে রিজওয়ানদের।
 
ম্যাচটিতে রিজওয়ান ৬১ বলে ৯টি চার ও ৫ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া কামরান গুলাম (১৯ বলে ৩৬) ও মাইকেল ব্রেসওয়েলের (১৭ বলে ৪৪) ঝোড়ো ক্যামিওতে স্কোরবোর্ডে ২৩৪ রান তোলে মুলতান। বিপরীতে করাচির জেমস ভিন্স ও খুশদিল শাহ ছিলেন আরও আগ্রাসী। ভিন্স ৪৩ বলে ১৪টি চার ও ৪ ছক্কায় ১০১, খুশদিল ৩৭ বলে ৬০ এবং টিম সেইফার্ট ১৬ বলে ৩২ করতেই ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত হয়ে যায় করাচির।

এমন ম্যাচে হারের পর সৃষ্ট ক্ষতে নুনের ছিটা হিসেবে এসেছে ফ্র্যাঞ্চাইজি মালিকের খোঁচা। মুলতানের কর্ণধার আলি তারিন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে লিখেছেন, ‘অনেক কিছু শিখলাম– বিশেষ করে ভিন্স এবং খুশদিলের কাছ থেকে।’ পরবর্তীতে আরেক টুইটে তিনি দলের রক্ষণাত্মক বোলিং নিয়েও কিছুটা হাস্যরস করেছেন। তারিন সেই টুইটে লেখেন, ‘আমরা অন্তত ফিল্ডিংটা করেছি, আমার মনে হয়!’
 
নিজের দল নিয়ে আলি তারিনের এমন হাস্যরসাত্মক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরাও। কেউ তারিনের কৌতুকের প্রশংসা করছেন, আবার কেউবা পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মডেল নিয়ে তার অতীত মন্তব্য টেনে সমালোচনায় মেতেছেন। এই বছরের শুরুতে মুলতানের মালিক প্রকাশ্যেই পিসিবির সমালোচনা করে বলেছিলেন– ‘এখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা মডেল অনেকটা ভাড়ায় পরিচালিত হওয়ার মতো!’

প্রকাশ্যে এমন চাঞ্চল্যকর মন্তব্য করা নিয়ে আগে থেকেই পরিচিতি রয়েছে আলি তারিনের। তবে কালকের ম্যাচ শেষে মুলতানের শ্বাসরুদ্ধকর হার নিয়ে তার হাস্যরস ভক্তদের বেশিরভাগই মানতে পারছেন না। আবার এই ম্যাচেই মুলতানের একটি উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে। মুলতান ক্রিকেটারদের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ১ লাখ পাকিস্তানি রুপি (৪৩ হাজার টাকা) করে গাজার জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়। করাচির বিপক্ষে মুলতানের ক্রিকেটাররা ৭টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৬ উইকেট শিকার করেছে। ফলে গাজার দাতব্য খাতে তারা ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি (সাড়ে ৬ লাখ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে ম্যাচ শেষে।
 
এর আগে মুলতানের মালিক আলি তারিনের এক ভিডিও বার্তায় জানান, ‘এবারের পিএসএলে মুলতান সুলতান ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ক্রিকেটাররা এই উদ্যোগের অংশ হতে চাওয়ায়, যখনই কোনো ব্যাটার ছয় হাঁকাবে, তখনই ফিলিস্তিনের জন্য ১ লাখ রুপি বরাদ্দ হয়ে যাবে। একইভাবে বোলাররা উইকেট পেলেও প্রতিটির জন্য বরাদ্দ হবে সমপরিমাণ অর্থ। বিশেষত শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো Apr 15, 2025
img
ঢাকায় প্রকাশ্যে তরুণীকে লাঠিপেটা, ভিডিও ছড়িয়ে পড়ার পর দুজন আটক Apr 15, 2025
img
‘এই দিন উপলক্ষে ঈদের মতো আমরা নতুন জামা কিনতাম’ Apr 15, 2025
img
আজ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন পপতারকা কেটি পেরি Apr 15, 2025
img
যুক্তরাষ্ট্রে মাটির বিরল উপাদানের রপ্তানি আটকে দিল চীন Apr 14, 2025
img
‘স্বেচ্ছায় আউট’ কাণ্ডে নিষিদ্ধ হতে যাচ্ছেন দুই ক্রিকেটার! Apr 14, 2025
img
যে কারণে ভেঙেছিল রণবীর ও দীপিকার প্রেম Apr 14, 2025
img
শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈত্রিক সম্পত্তি: মির্জা আব্বাস Apr 14, 2025
img
‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে’ Apr 14, 2025
img
শ্যাম্পু ছাড়া মাথা পরিষ্কারে সমাধান Apr 14, 2025