হয়নি বাড়িভাড়া, ১৩৫৮ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা

মক্কা ও মদিনায় এখনো বাড়িভাড়া হয়নি ১ হাজার ৩৫৮ জন হজ গমনেচ্ছুর। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বারবার তাগাদার পরেও কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এসব হজযাত্রীর হজযাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে আজ সোমবার (১৪ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়িভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। নয়তো অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।

জানা গেছে, এবছর ৭০টি লিড এজেন্সির অধীনে আরো ৬৮৩টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি শেষ করার সময় নির্ধারিত ছিল। সৌদি সরকার পরে পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য পবিত্র মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া করার জন্য গত ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়।

ওই সময়ের মধ্যে যেসব এজেন্সি পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া শেষ করতে পারেনি, তাদের জন্য আরো ১০ দিন অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে চুক্তি করার জন্য সময় বাড়ানো হয়।

তবে সৌদি সরকার গতকাল রবিবার (১৩ এপ্রিল) তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়ার অপশন বন্ধ করে দিয়েছে। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তানসিয়া প্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

এমন অনিশ্চিত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় সব এজেন্সি/লিড এজেন্সিকে নিয়ে বারবার সভা করে, চিঠি দিয়ে এবং মোবাইল ফোনে মেসেজ দিয়ে এজেন্সিগুলোকে অনুরোধ করার পরেও ২০টি লিড এজেন্সি মক্কায় এক হাজার ২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করেনি।

এজেন্সিসমূহ হলো—দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুর, সালাম ট্রাভেলস অ্যান্ড ট্যুর, সুবহানলতা এয়ার ট্রাভেলস, খোয়াই এয়ার ট্রাভেলস, তাহসিন ট্রাভেলস, দ্য আরাফাত এয়ার ইন্টারন্যাশনাল, এলাইট ট্রাভেলস, ডি বি এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, গলফ ট্যুরস, স্মার্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আব্দুল আজিজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ফারিয়া ওভারসিস, মজুমদার এয়ার ইন্টারন্যাশনাল, বরসা ওভারসিস, দ্যা ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুর, মাবরুর এয়ার ট্রাভেলস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুর, হাসের এয়ার ইন্টারন্যাশনাল ও আকবর ট্রাভেলস। এসব এজেন্সির মাধ্যমে নিবন্ধিত উল্লিখিত হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এজেন্সির অবহেলার কারণে কেউ হজে যেতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অবস্থায় ২০টি লিড এজেন্সিকে মক্কায় অবশিষ্ট এক হাজার ২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার প্রক্রিয়া আজ রাত ৮টার মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে মন্ত্রণালয়।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ