মাদক মামলায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নূর

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে, রোববার (১৩ এপ্রিল) রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নূর আলম হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার শমসের আলীর ছেলে। এছাড়াও তিনি ছাত্রলীগের মিলন বাজার ইউনিটের সাবেক সভাপতি ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রলীগ নেতা নূর আলম। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় রোববার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নূর আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএম/টিএ

Share this news on: