‘এই দিন উপলক্ষে ঈদের মতো আমরা নতুন জামা কিনতাম’

পাহাড় থেকে সমতল। মেঠোপথ থেকে রাজপথ। নববর্ষের আনন্দে ভাসছে সারা দেশ। আজকের দিনটি শুধুই বাঙালির। এই দিনে সে তার অস্তিত্বের জানান দেয় প্রাণে প্রাণে, উৎসবে। বিশ্বকে বলে দেয়-আমি বাংলাদেশি, আমি বাঙালি; আমার আছে গর্বের ইতিহাস। সংকল্প জানায় এক নতুন আগামীর; অতীত বেদনাকে ভুলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার। এ জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। 

নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সেই উৎসবে একাত্ম হয়েছেন রূপালি ভুবনের তারকারাও। পহেলা বৈশাখ নিয়ে নিজের ভাবনা ও স্মৃতিকথা জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম।

এ অভিনেত্রী বলেন, পহেলা বৈশাখ আমার কাছে সত্যিই আনন্দের একটা দিন। ছোট থেকেই এই দিনটা আমরা উদযাপন করি। ছোটবেলার নববর্ষ উদযাপন নিয়ে নানা স্মৃতি রয়েছে। এই দিন উপলক্ষে ঈদের মতো আমরা নতুন জামা কিনতাম। আমরা ভোলা এবং কুমিল্লাতে ছিলাম, ওখানে মেলা হতো, সেই মেলায় যেতাম। নববর্ষ বলতে এমনই নানা সুন্দর স্মৃতি রয়েছে।

ছোটবেলার বৈশাখ উদযাপন নিয়ে তিনি বলেন, ছোটবেলার পহেলা বৈশাখ মানেই আমার কাছে ছিল মেলা। আমি তো মফস্বলে বড় হয়েছি, তাই মেলায় যাওয়া, আর সেখানে গিয়ে নাগরদোলা চড়াটা ছিল আমার কাছে অন্যরকম আনন্দের। মেলায় বিভিন্ন খাবার পাওয়া যেত। যেমন— মিষ্টি। এগুলো খাওয়ার অন্যরকম মজা ছিল। এগুলো এখন ভীষণ মিস করি।

পরিবারের সঙ্গে বৈশাখ উদযাপন করছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, এবারের পহেলা বৈশাখ পরিবারের সঙ্গেই কাটাচ্ছি। যত বড় হচ্ছি, ততই এমন উৎসব উদযাপনে বাইরে খুব কমই যাওয়া হয়। বাসায় যেটা হয়, সেটা হল নানারকমের খাওয়া-দাওয়া। মা পান্তা ভাত রাখেন, আর সঙ্গে ইলিশ মাছ ভাজা, নানারকমের ভর্তা আরো অনেক পদ থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। 

 এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সাভারে প্রাণ গেল নবজাতকের, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ Apr 16, 2025
img
আদালতের হাজতখানায় আ. লীগ নেতাকে মারধরের অভিযোগ Apr 16, 2025
img
নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই : শিঞ্জিনী চক্রবর্তী Apr 16, 2025
img
দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলে ঝড়ের আশঙ্কা Apr 16, 2025
img
নববর্ষে উৎসবে কলকাতা মাতোয়ারা Apr 16, 2025
img
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশি জনগণ: ট্যামি ব্রুস Apr 16, 2025
img
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের Apr 16, 2025
img
পিএসএলে সাকিব-ফিজকে ছাড়িয়ে রিশাদ Apr 16, 2025
img
রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল এক যুবকের Apr 16, 2025
img
চাঁদপুরে নিজ কক্ষ থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার Apr 16, 2025