অনিল কাপুরের ভাতিজি ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর শোবিজ অঙ্গনে একটু আলাদা করে নজর কাড়ছেন। এখনো রুপালি পর্দায় অভিষেক না হলেও হাতে আছে তার এক হালির বেশি সিনেমা, যা এ বছর থেকেই মুক্তি পাবে। এর মধ্যেই তার জন্য এলো নতুন সুখবর। করণ জোহরের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর তৃতীয় কিস্তিতে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত আলোচিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। যার ৭ বছর পর ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটির দ্বিতীয় পার্ট। পরিচালনা করেছিলেন পুনিত মালহোত্রা। এরপর ২০২৪ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার থ্রি’ নির্মাণের ঘোষণা দেন করণ। তবে এবার সিনেমা নয়, আসবে ছয় পর্বের ওয়েব সিরিজ আকারে। এটি পরিচালনা করবেন রিমা মায়া।
গণমাধ্যমটিতে জানানো হয়, ২০ এপ্রিল থেকে মুম্বাইয়ে সিরিজটির শুটিং শুরু হবে, যা টানা এক মাস চলবে। এ সময়ে শানায়া আর কোনো কাজ করবেন না। আর এখানেই তাকে দ্বৈত চরিত্রে শুট করতে দেখা যাবে। সিরিজটি জিওহটস্টারে প্রচার হবে।
শানায়ার এটি চতুর্থ প্রজেক্ট, যাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া তার মুক্তির অপেক্ষায় রয়েছে বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘আঁখোন কি গুস্তাখিয়া’, মোহনলালের সঙ্গে ‘বৃষভা’ এবং আদর্শ গৌরবের বিপরীতে তাকে দেখা যাবে ‘তু ইয়া মে’ সিনেমায়।
এমআর/টিএ