চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান খান বাবু। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়িতে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
লাইভে বাবু জানান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে শাহাপুর ক্যাম্পে, পুলিশের সামনে তাকে মারধর করা হয়। হামলায় স্থানীয় বিএনপির আন্দুলবাড়িয়া ও গড়াইটুপি ইউনিটের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।
পরবর্তীতে আরেকটি লাইভে কান্নাজড়িত কণ্ঠে বাবু বলেন, “আমি কোনো অপরাধ করিনি। শুধু প্রতিহিংসার কারণেই আমার ওপর হামলা হয়েছে। আমি যদি মারা যাই, বিএনপির যাদের নাম বলেছি, তারাই দায়ী থাকবে।”
এ বিষয়ে শাহাপুর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন বলেন, “জমিজমা সংক্রান্ত বিষয়ে বসা হয়েছিল। সমাধানও হয়েছে। কিন্তু চলে যাওয়ার সময় কিছু লোক হঠাৎ বাবুকে চড় মারে।”
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাস জানান, “ক্যাম্পের আইসি বিষয়টি মীমাংসা করে বাবুকে বাড়ি পৌঁছে দিয়েছেন। এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।”
অভিযোগের বিষয়ে জানতে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এসএস/এসএন