‘সিনেমা ভালো হয়নি’, দাদির প্রতিক্রিয়ায় ইব্রাহিমের জবাব

বলিউড তারকা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের অভিষেক হলো। কিন্তু শুরুটা তেমন জৌলুসপূর্ণ হয়নি এই তরুণের। গত ৭ মার্চ নেটফ্লিক্সে অবমুক্ত হয় ইব্রাহিম অভিনীত সিনেমা ‘নাদানিয়া’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক তারকা শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর। ছবিটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইফের মা, ইব্রাহিমের দাদি শর্মিলা ঠাকুর।

‘নাদানিয়া’ ছবিটি বানিয়েছেন শাওনা গৌতম। এর প্রযোজক করণ জোহর। সাইফ আলী খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছিলেন এই নির্মাতা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই তরুণ অভিনেতা। মুক্তির পর থেকেই রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে ইব্রাহিমকে। মুখ থুবড়ে পড়েছে ছবিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার অভিনয় নিয়েও কথাবার্তা বলছেন। কেউ কেউ বলছেন, ‘অসহ্য, এমন জঘন্য সিনেমাও হয়’, কেউ বলছেন, ‘এ জন্যই তো বলিউডে স্বজনপ্রীতি নিয়ে এত কথা হয়।’

‘নাদানিয়া’ সিনেমার গল্প একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে ও মধ্যবিত্ত পরিবারের ছেলের প্রেম নিয়ে। ইব্রাহিমকে নকল প্রেমিক সাজায় খুশি। যদিও পরে তাদের মধ্যে সত্যিকারের প্রেম হয়ে যায়। তাতে বেশ জটিলতায় পড়তে হয় দুজনকে। কীভাবে পরিবারকে বোঝাবে দুই তরুণ, তা নিয়েই সিনেমার কাহিনি।

নাতির সিনেমা পছন্দ হয়নি দাদি শর্মিলা ঠাকুরেরও। যদিও নাতিকে পর্দায় দেখতে সুন্দর লেগেছে তার। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শর্মিলা বলেছেন, ‘আমার নাতি-নাতনি দুজনই দারুণ। সারা বেশ ভালো কাজ করছে। ইব্রাহিমের ছবিটিও ভালো, ওকে দেখতেও বেশ ভালো লেগেছে। সে তার মতো করে চেষ্টা করেছিল। তবে সত্যি বলতে, ভালো হয়নি।’

দাদির এই প্রতিক্রিয়ায় কি মুষড়ে পড়েছেন ইব্রাহিম? না। এই নবীন অভিনেতা জানেন, শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীর নাতি হওয়া কতটা চাপের। তার প্রতিক্রিয়ায় ইব্রাহিম বলেছেন, ‘আমি জানি, দাদি সিনেমাটা দেখেছেন। দাদির নাতি হওয়া বা তার সন্তান হওয়া বেশ কঠিন। কারণ তিনি একজন বড় মাপের অভিনেত্রী ছিলেন। সুতরাং ওই চাপটা আমার বাবার ওপরেও ছিল, আর আমার তো সবে শুরু হলো। প্রথম সিনেমা দিয়ে কিছু প্রমাণ হয় না।’

‘নাদানিয়া’ শাওনা গৌতম পরিচালিত প্রথম সিনেমা। এই সিনেমার মধ্যদিয়ে অনেক বছর পর পর্দায় ফিরেছেন সুনীল শেঠি, দিয়া মির্জা, যুগল হংসরাজ এবং মহিমা চৌধুরী।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025
img
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক Apr 19, 2025
img
‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করবে এনসিপি Apr 19, 2025
img
কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক Apr 19, 2025
img
গত ১৫ বছরে থানাগুলো সন্ধ্যার পরে ছাত্রলীগ-যুবলীগের ক্লাব ছিল: ব্যারিস্টার খোকন Apr 19, 2025
img
ভরা মৌসুমে ৩০ টাকার পেঁয়াজ ৭০ টাকা Apr 19, 2025
img
চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ১২ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার Apr 19, 2025
img
শাহবাগে আটক ছাত্রলীগ নেতা সুমিত সাহা Apr 19, 2025
img
গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ Apr 19, 2025