ম্যাক অ্যালিস্টারকে চায় রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের দলবদলের সম্ভাব্য তালিকায় আবারও আলোচনায় এসেছে লিভারপুলের দুই তারকা—রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নাম। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানিয়েছে, রিয়াল বর্তমানে ম্যাক অ্যালিস্টারের পারফরম্যান্স গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

লিভারপুল এরইমধ্যে ভার্জিল ভ্যান ডাইক ও মোহাম্মেদ সালাহর সঙ্গে চুক্তি নবায়ন করলেও, আর্নল্ডের সঙ্গে এখনো নতুন চুক্তিতে পৌঁছায়নি। এ সুযোগেই রিয়ালের আগ্রহ ফের মাথাচাড়া দিয়েছে।

অন্যদিকে, ক্রুস-মদ্রিচ যুগের শেষভাগে দাঁড়িয়ে রিয়াল ভবিষ্যতের মাঝমাঠ গোছাতে চাইছে চুয়ামেনি, কামাভিঙ্গা ও বেলিংহ্যামকে ঘিরে। তবে মিডফিল্ডে একটি অভিজ্ঞ বল প্লেয়িং বিকল্প হিসেবেই ম্যাক অ্যালিস্টারকে বিবেচনায় রেখেছে ক্লাবটি। তার চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে চার গোল ও চার অ্যাসিস্ট, এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকায় উল্লেখযোগ্য অবদান মাদ্রিদ কোচিং স্টাফের নজর কাড়ছে।

তবে এই গুঞ্জনের মধ্যেই কিছুটা স্বস্তি দিয়েছে লিভারপুলকে ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারের মন্তব্য। এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “এই মুহূর্তে আমার মনে হয় না (দলবদল)। অ্যালেক্সিস এখন যেখানে আছে, সুখেই আছে।”

রিয়ালের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, তবে সামনের দলবদল মৌসুমে বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।


এসএস/এসএন

Share this news on: