বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শেহজাদকে ঘিরে তদন্তে নতুন মোড় দেখা দিয়েছে। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে দেখা গেছে, সাইফের বাড়ি থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের কোনো মিল নেই। এতে করে শরিফুলের নির্দোষ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। শরিফুল নিজেও দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং তিনি কোনো অপরাধ করেননি। তিনি আদালতে জামিনের আবেদন করেছেন এবং মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।