অবশেষে ডিপিএলে মোস্তাফিজ, খেলবেন মোহামেডানে

আইপিএল এবং পিএসএল-এ জায়গা না পাওয়ায় মহামেডানের হয়ে খেলবেন পেসার মোস্তাফিজুর রহমান। সুপার লীগের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে কাটার মাস্টারকে। মোহামেডান কর্তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মোহামেডানের হয়ে সুপার লিগ খেলবেন মোস্তাফিজ। আজ মঙ্গলবার দুপুরে মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনও করেছেন বাঁহাতি এ পেসার।

হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের এখন মাঠে নামার প্রশ্নই আসে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের সঙ্গে ইনজুরির কারণে খেলতে পারছেন না দলের প্রধান স্ট্রাইকবোলারর তাসকিন আহমেদও।

তামিম-তাসকিন ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন ৪ ক্রিকেটার- মুশকিুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মাহিদুল ইসলাম অংকন। তাদেরকেও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে পাবে না মোহামেডান।

এখানেই শেষ নয়। আবাহনী লিমিটেডের বিপক্ষে শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তামিমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। অন্যদিকে সিসিডিএম হৃদয়কে আরও এক ম্যাচ বেশি নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

সব মিলিয়ে নিয়মিত একাদশের ৭ জন নেই মোহামেডানের। তাতেই বিরাট সমস্যায় জর্জরিত দলটি। এরকম অবস্থায় বিকল্প নেওয়ারও সুযোগ নেই।

যেহেতু ভীনদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কোনো অবকাশ নেই। তাই মোহামেডানের নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তিরও কোনো সম্ভাবনা নেই। তাই শেষ পর্যন্ত মোহামেডান হাত বাড়িয়েছে মোস্তাফিজুর রহমানের দিকে।

উল্লেখ্য, এবারের দল-বদলে কোনো দল আগ্রহ দেখায়নি মোস্তাফিজের প্রতি। আবার আইপিএল ও পিএসএল থেকে ডাক আসতে পারে, এমন ভাবনা থেকে মোস্তাফিজও কোনো দলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেননি।

কিন্তু ভাবনার কোনোটিই বাস্তবে রূপ নেয়নি। আইপিএল কিংবা পিএসএল-কোনোটিতেই দল পাননি মোস্তাফিজ। যে কারণে বাঁহাতি এ পেসার বেকারই বসে ছিলেন। অবশেষে তার সাবেক ক্লাব প্রাইম ব্যাংকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেই ‘কাটার মাস্টার’কে দলে টেনেছে মোহামেডান।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দিনে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতে বৈষম্যবিরোধী-এনসিপির মুখোমুখি ছাত্রদল Apr 18, 2025
img
বিয়ে ঠিক হওয়ার পরও কেন ভেঙে যায় শহিদ-কারিনার প্রেম Apr 18, 2025
img
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: রিজভী Apr 18, 2025
img
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার Apr 18, 2025
img
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পাওয়ার চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা Apr 18, 2025
img
এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে কারিগরি শিক্ষার্থীরা Apr 18, 2025
img
জুনিয়র সাফ মিশন শুরু যশোরে আধুনিক একাডেমিতে Apr 18, 2025
img
ইউএনইসিই’র জলপথ চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ Apr 18, 2025
img
জয়ের পর শাস্তি পেলেন দিল্লির বোলিং কোচ Apr 18, 2025
img
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা : এনসিপি’র উদ্বেগ Apr 18, 2025