তারেক রহমান নিয়ে ইশরাক যা বললেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ইশরাক। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের ছবি পোস্ট করা হয়েছে।

এদিকে নিজের ফেসবুকে তারেক রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক। এতে তিনি বলেন, ‘লিডার, মোটিভেটর , মেনটর’। তবে তাদের সাক্ষাতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

আরএম/টিএ  

Share this news on: