‘ওয়ার ২’ নিয়ে চরম উত্তেজনা, পারবে কি বলিউডের সবচেয়ে বড় বাজির ঘোড়া হতে?

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন ‘ওয়ার ২’। হৃতিক রোশনের এজেন্ট কবীর চরিত্রে প্রত্যাবর্তন এবং এনটিআর জুনিয়রের সর্বভারতীয় আগমন—সব মিলিয়ে এটি হতে চলেছে দশকের অন্যতম বড় হিন্দি ছবি।

এই ছবিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়, প্রথম দিনেই কি এটি ৯০ কোটি টাকার সীমা অতিক্রম করতে পারবে? এর আগে ভারতের বক্স অফিসে একদিনে সর্বোচ্চ আয় করেছে শাহরুখ খানের ‘জাওয়ান’ (৭৫ কোটি) এবং ‘পাঠান’ (৭০ কোটি)। আবার ‘থাগস অব হিন্দুস্তান’ প্রথম দিনেই তুলেছিল ৫২ কোটি টাকা। অন্যদিকে, ‘পুষ্পা ২’-এর সম্ভাব্য প্রথম দিনের আয় ধরা হচ্ছে ৮০ কোটি টাকা।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দাবি, ‘ওয়ার ২’ হতে পারে প্রথম হিন্দি ছবি যা একদিনেই ৯০ কোটি ছাড়িয়ে যাবে। ১৪ আগস্ট, প্রাক-ছুটির দিনে মুক্তি পাবে ‘ওয়ার ২’। এর পরদিন স্বাধীনতা দিবস, যা ভারতের জাতীয় ছুটি। এরপর শুক্র ও শনিবারসহ পাঁচদিনের টানা ছুটি। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশাল আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, যদি ছবির প্রতি দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক হয়, তবে প্রথম দিনেই আয় হতে পারে ৮০ থেকে ৯০ কোটি টাকা। দ্বিতীয় দিনে সেই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে প্রথম দুদিনেই ভারতের নেট আয় দাঁড়াতে পারে প্রায় ১৮০ থেকে ১৯০ কোটি টাকায়।

তবে একই দিনে মুক্তি পাচ্ছে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘কুলি’, যা পরিচালনা করছেন লোকেশ কানাগারাজ। যদিও মনে করা হচ্ছে, দক্ষিণ ভারতে ‘কুলি’ রাজত্ব করলেও হিন্দি অঞ্চলে ‘ওয়ার ২’-এর আয়ে তার খুব বেশি প্রভাব পড়বে না।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ওয়ার’ ছবিটি প্রথম দিনেই আয় করেছিল ৫৩ কোটি টাকা। এবার সেই ছবির সঙ্গে যুক্ত হয়েছে এনটিআর জুনিয়রের মতো জনপ্রিয় মুখ, পরিচালনায় রয়েছেন অয়ন মুখার্জি, এবং ছবিটি যশ রাজের স্পাই ইউনিভার্সের অংশ হওয়ায় দর্শকদের আগ্রহ আরও কয়েক গুণ বেড়েছে।

চূড়ান্ত পূর্বাভাস অনুযায়ী, ‘ওয়ার ২’ প্রথম দিনে ৮০ থেকে ৯০ কোটি, দ্বিতীয় দিনে ১০০ কোটির বেশি এবং প্রথম চার দিনে ৩০০ থেকে ৩৩০ কোটি টাকার নেট আয় করতে পারে শুধুমাত্র ভারতেই।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জমজমাট ঈদের ছবি, কতটা খুশি প্রযোজকরা? Apr 19, 2025
img
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ Apr 19, 2025
img
যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের ৫০% ভারতীয় Apr 19, 2025
img
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস 'প্রচারক'রা কেন বিয়ে করতে পারে না? Apr 19, 2025
img
৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: শফিকুল আলম মনা Apr 19, 2025
img
৬১ বছরে নতুন জীবনসঙ্গিনী, সন্তানের মাকে বিয়ে করে আলোচনায় দিলীপ ঘোষ Apr 19, 2025
img
'প্রতিনিধি বাছাই সঠিক না হলে গণতন্ত্র ধ্বংস হবে' Apr 19, 2025
img
বিচ্ছেদ, বহু নারীসঙ্গে জড়ানো হানির প্রেমে পড়লেন মিশরের মডেল Apr 19, 2025
img
দুপুরের মধ্যে বৃষ্টির ইঙ্গিত, বাড়তে পারে দিনের তাপমাত্রা Apr 19, 2025
img
ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা Apr 19, 2025