৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: শফিকুল আলম মনা

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো লুটেরাদের, দুর্নীতিবাজদের ও দখলবাজদের ঠাঁই হবে না, প্রতিটি মানুষের অধিকার হবে সমান।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলের নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কাচাবাজারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম মনা বলেন, পতিত সরকার বাংলাদেশের সংবিধানকে কেটে-ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিল। জনগণের ভোটের অধিকার হরণ করে রেখেছিল পতিত সরকার প্রধান শেখ হাসিনা। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি।

শফিকুল আলম মনা বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। রাষ্ট্র সংস্কারে দেওয়া এই সংস্কার প্রস্তাবগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়েদা রেহেনা ঈসা, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, একরামুল হক হেলাল, সোনাডাংগা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি, ওয়াহিদুজ্জামান হাওলাদার, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন আসাদুজ্জামান হারুন, আব্দুল কাদের মল্লিক, খান আব্দুল আলিম, শাহিন খান, ইব্রাহিম হাওলাদার, রিয়াজুল কবীর, শিল্পী প্রমুখ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে আঙুল চুষবে? : জি এম কাদের Apr 20, 2025
img
স্বস্তির বাতাস বইছে রিজার্ভে Apr 20, 2025
img
'জয় বাংলা’ স্লোগান দিয়ে গণধোলাইয়ের শিকার যুবক Apr 20, 2025
img
গাজায় আরও ৩০ হাজার তরুণকে যোদ্ধা হিসেবে নিয়োগ Apr 20, 2025
img
ছোট ছেলে আব্রামের পেছনে মাসে কত খরচ শাহরুখের Apr 20, 2025
img
যারা দেশে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না : মির্জা ফখরুল Apr 20, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন Apr 20, 2025
img
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার Apr 20, 2025
img
চট্টগ্রামে পেট্রোলবোমা হামলায় দগ্ধ সিএনজির দুই যাত্রী Apr 20, 2025
img
সুপারহিট তামান্নার‘ওডেলা ২’সিনেমা সুপারফ্লপ Apr 20, 2025