কথা না শুনলে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ : ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কথা মতো কাজ না করলে ভবিষ্যতে আর কোনও বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এমন কথাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।

তবে হার্ভার্ড জানিয়েছে, তারা আইন মেনে চলবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) জানিয়েছে, যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু বিদেশি শিক্ষার্থীর ভিসা সংক্রান্ত তথ্য ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী সরবরাহ না করে, তাহলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি হারাবে। হার্ভার্ডের বিরুদ্ধে মার্কিন সরকারের এটিই সর্বশেষ কড়া পদক্ষেপ।

ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম বুধবার জানান, হার্ভার্ডের জন্য বরাদ্দ ২.৭ মিলিয়ন ডলারের দুটি সরকারি অনুদান বাতিল করা হয়েছে। নোম জানান, তিনি হার্ভার্ড কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন, যেখানে কিছু বিদেশি শিক্ষার্থীর কথিত “অবৈধ ও সহিংস কার্যকলাপের” রেকর্ড চাওয়া হয়েছে এবং তা ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

নোমের ভাষায়, “হার্ভার্ড যদি প্রমাণ দিতে না পারে যে তারা আইন অনুযায়ী সকল বাধ্যবাধকতা পূরণ করছে, তবে তারা আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সুযোগ পাবে না।”

অন্যদিকে হার্ভার্ড জানিয়েছে, তারা চিঠিটি পেয়েছে এবং আইন মেনে চলবে, তবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না তারা।

ট্রাম্প প্রশাসনের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোতে চলা বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকি এবং এসব আন্দোলনে বিদেশি শিক্ষার্থীরা জড়িত। এসব শিক্ষার্থী হামাসকে সমর্থন করে বলেও ট্রাম্প প্রশাসন দাবি করছে।

প্রতিবাদকারীরা বলছেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা বা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করা মানেই চরমপন্থা বা ইহুদিবিদ্বেষ নয়। উল্লেখযোগ্যভাবে, এসব আন্দোলনে ইহুদি ছাত্র-ছাত্রীদের একটি অংশও অংশ নিচ্ছেন।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে দেশজুড়ে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে এবং কিছু বিদেশি শিক্ষার্থীর বহিষ্কারের প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ৯ বিলিয়ন ডলারের সরকারি অনুদান পর্যালোচনার ঘোষণা দেয়। “মাস্ক পরা নিষিদ্ধ”, “ডাইভার্সিটি প্রোগ্রাম বাতিল”-সহ একাধিক শর্ত আরোপের প্রস্তাবও দেওয়া হয়েছে।

হার্ভার্ড এসব দাবি প্রত্যাখ্যান করলে ২.৩ বিলিয়ন ডলার অনুদান স্থগিত করে ট্রাম্প সরকার। এমনকি হার্ভার্ডের করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার সিএনএন জানিয়েছে, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস) হার্ভার্ডের করমুক্ত মর্যাদা বাতিলের পরিকল্পনা করছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানানো হতে পারে।

হার্ভার্ড বলছে, এই সিদ্ধান্ত আইনবিরুদ্ধ, নজিরবিহীন এবং শিক্ষার্থী সহায়তা ও গুরুত্বপূর্ণ গবেষণাকে ক্ষতিগ্রস্ত করবে।

আরএম/টিএ          

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্স ও রিজার্ভের রেকর্ড নিয়ে নতুন অর্থবছরের যাত্রা Jul 02, 2025
img
পদযাত্রার মাধ্যমে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে : নাহিদ ইসলাম Jul 02, 2025
img
‘জীবনে প্রত্যেকটা হারের হিসেব রাখে না স্কোরবোর্ড’, গোপন গল্পে নতুন ভূমিকায় ধাওয়ান Jul 02, 2025
img
সাংবাদিক বাংলায় প্রশ্ন করতেই আটকালেন প্রসেনজিৎ! অনুবাদ করে সামলালেন রাজকুমার রাও Jul 02, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025
img
প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল শেফালির! Jul 01, 2025
img
৩ জুলাই মুক্তি পাচ্ছে ভারতের পৌরাণিক সিনেমা রামায়ণের লোগো Jul 01, 2025
img
মুদ্দাছির আজিজের কমেডি ছবিতে জুটি বাধছেন সারা-আয়ুষ্মান Jul 01, 2025
img
তামাককে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি Jul 01, 2025
img
প্রভাসের সৌম্য রুদ্ররূপ মাতাচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি Jul 01, 2025
img
মাস্ককে জন্মভূমিতে ফেরত পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প Jul 01, 2025
আন্ডারওয়ার্ল্ডের ডাকে ছিলো, আমিরের স্পষ্ট জবাব Jul 01, 2025
img
অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কোনো ‘মনোমালিন্য’ নেই, জানালেন মিরাজ Jul 01, 2025
১৮ জুলাই দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে: প্রেস সচিব Jul 01, 2025
গায়ের জোরে চাপা দেওয়া হয় পদ্মা সেতুর দুর্নীতি মামলা! Jul 01, 2025