ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে বিএসএফের গুলিতে হাসিবুল আলম নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। একই রাতে ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামের আরেক যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয় বিএসএফ সদস্যরা। এনসিপি এই ঘটনাগুলোকে ‘অমানবিকতার চরম দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেছে।
বিএসএফের হাতে চলতি মাসেই অন্তত তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন জানিয়ে এনসিপি বলেছে, "আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশি যুবকদের হত্যা করা হচ্ছে এবং তাদের মরদেহের সাথেও চরম অমানবিক আচরণ করা হচ্ছে। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ।"
দলটি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছে। একইসঙ্গে এসব এলাকার জীবনমান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর কর্মসূচি নেওয়ার আহ্বান জানায় এনসিপি।
বিএসএফ কর্তৃক বারবার সীমান্তে বাংলাদেশি হত্যাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে এনসিপি এই ইস্যুটি আন্তর্জাতিক আদালতে তুলে ধরার জোর দাবি জানিয়েছে।