গত ১৫ বছরে দেশের থানাগুলো সন্ধ্যার পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ মন্তব্য করেন তিনি। সেখানে তিনি বলেন, “গত ১৫ বছরে থানাগুলো সন্ধ্যার পরে ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের নেতাদের ক্লাব হয়ে গিয়েছিল। কেউ কি ওসির রুমে ঢুকতে পারত? এখন দেখা যাচ্ছে থানায় গিয়ে পোলাপান ওসির সঙ্গে ছবি তুলছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। ওসিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।”
তিনি আরও বলেন, “আপনি তো অফিসার ইনচার্জ, আপনাকে মানুষ সম্মান করবে। আপনি যদি ছবির লোক হয়ে যান, তাহলে কেউ আপনাকে কেয়ার করবে না। ওসির রুমে সবাই ঢুকছে, ছবি তুলছে—এগুলো বন্ধ করতে হবে। এসব করার দরকার নেই।”
ব্যারিস্টার খোকনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে বাস্তব চিত্রের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি একটি রাজনৈতিক বক্তব্য, যার উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণের অসন্তোষ উসকে দেওয়া।
তিনি বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে পুলিশের পেশাদারিত্বের প্রশ্নও তুলেছেন, যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা ও সংবেদনশীল আচরণের আহ্বান জানান।
এসএস