মাত্র সাত ডলার চুরির অভিযোগে চাকরি হারালেন জাপানের এক বাসচালক। শুধু তাই নয়, শাস্তি হিসেবে হারাতে হলো তার ৮৪ হাজার ডলারের (প্রায় ১ কোটি ২০ লাখ ইয়েন) অবসর ভাতাও।
ঘটনাটি ঘটেছে জাপানের কিয়োটোতে।
২৯ বছর ধরে একটি বেসরকারি বাস কোম্পানিতে কাজ করা ওই চালকের বিরুদ্ধে ২০২২ সালে যাত্রীদের ভাড়া থেকে এক হাজার ইয়েন (প্রায় সাত ডলার) চুরির প্রমাণ মেলে নিরাপত্তা ক্যামেরায়।
এরপরই কিয়োটো সিটি কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে এবং তার অবসরকালীন ভাতা বাতিল করে। চালক সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন। তবে বৃহস্পতিবার আদালত কিয়োটো সিটির সিদ্ধান্তকেই সঠিক বলে রায় দেয়।
এই ঘটনায় জাপানের কঠোর শৃঙ্খলা ও শূন্য সহনশীলতার নীতি আবারও আলোচনায় এসেছে।
আরআর/এসএন