রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরে হড়গ্রাম এলাকার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর তলায়মারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এরমধ্যে নান্টু মিয়া এই হত্যাকাণ্ডের মূল হোতা। আর খোকন মিয়া এই মামলার তিন নম্বর আসামি। তাদের শুক্রবার গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়া থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেফতারকৃত আসামিরা ঘটনার পরে গোপনে ভ্যানযোগে নওগাঁর উদ্দেশে রওনা দেন। এরপর ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে রাতে আশ্রয় নেন। এরপর গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, শুক্রবার বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া রুমেল তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এমআর/এসএন