নীলফামারীতে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করবে চীন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানিয়েছেন, চীন সরকারের সহযোগিতায় নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন।

ডা. আবু জাফর জানান, প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এই হাসপাতাল নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।

স্বাস্থ্য খাতে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীরা নিরলসভাবে জনগণের সেবা করে যাচ্ছেন উল্লেখ করে তাদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময়, স্বাস্থ্য ক্যাডারে ৩৭ হাজার পদ থাকলেও গ্রেড ওয়ান পদে একটিই পদ রয়েছে জানিয়ে তিনি বলেন, সাত হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে, যা অতি শিগগির পূর্ণ হবে। এছাড়া তিন হাজার চিকিৎসকের পদোন্নতি ফাইল অনুমোদিত হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন সম্পর্কে প্রশ্নের উত্তরে ডিজি বলেন, শিগগিরই এটি বাস্তবায়িত হবে। সভায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ