নেদারল্যান্ডস জাতীয় দল ও বার্সেলোনার সাবেক কোচ লুই ফন গাল প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সার থেকে মুক্তির সুখবর দিয়েছেন। এরপরই স্বাভাবিক জীবনে ফিরে কোচিং পেশায় প্রত্যাবর্তন করতে চান বলেও জানিয়েছেন তিনি। স্বদেশি এক টকশোতে ফন গাল জানান, ‘সবকিছু (চিকিৎসা) ভালোভাবে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমি ফিট হয়ে উঠছি।’
তবে এখনও নিয়মিত চেকআপ চলছে বলে জানান ৭৩ বছর বয়সী সাবেক এই ডাচ কোচ। এর আগে তিনি ২০২২ সালের এপ্রিলে প্রোস্টেট ক্যান্সারের ভয়াবহ পর্যায়ে আছেন বলে খবর প্রকাশ্যে আসে। তখন ক্যান্সারের তৃতীয় ধাপে ছিলেন ফন গাল। ওই বছরই কাতার বিশ্বকাপ শেষে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেন।
দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন শেষে আবারও ফুটবলে সঙ্গে ফেরার কথা জানিয়ে ফন গাল বলেন, ‘আমার আর ক্যান্সার নিয়ে ভাবনার কিছু নেই। দুই বছর আগে আমার কয়েকটি অস্ত্রোপচার করা হয়। তখন অবস্থা খারাপ ছিল। তবে (চিকিৎসা) শেষ পর্যন্ত কাজ করেছে। কয়েক মাস পর পর আমার চেক-আপ করা হয়েছে এবং সবকিছু ভালোভাবে যাচ্ছে। দিন দিন আমি আরও ফিট হয়ে উঠছি।’ কোনো শীর্ষ পর্যায়ের জাতীয় দলে কোচিং করানোর ইচ্ছাপ্রকাশ করেছেন ফন গাল।
এর আগে এই ডাচ টেকটিশিয়ান নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নেন তিন দফায়। আর ক্লাব কোচিংয়ে দুই দফা করে বার্সেলোনা ও আয়াক্সের কোচ ছিলেন। এ ছাড়া বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের ডাগআউট সামলানোরও অভিজ্ঞতা আছে লুই ফন গালের। বর্তমানে ডাচ ক্লাব আয়াক্সের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন।
আয়াক্সের হয়ে কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে তিনটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ফন খাল। এ ছাড়া তিনি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও লিগ শিরোপার পাশাপাশি আরও অনেক ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। নিজের শেষ ম্যাচেই তিনি এফএ কাপের শিরোপা জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। সবমিলিয়ে তার কোচিংয়ে এসেছে ২০টি মেজর ট্রফি।
প্রসঙ্গত, ফন গালের সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর গোল করে আলবিসেলেস্তে তারকা তার সামনে দাঁড়িয়ে বুনো উদযাপনও করেন। দুই দলের সেই কোয়ার্টার ফাইনাল ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-৩ ব্যবধানে জিতে সেমিতে ওঠে মেসির আর্জেন্টিনা। এর আগে ক্যান্সারে নিজের প্রথম স্ত্রী ফার্নান্দাকে হারিয়েছিলেন ফন গাল।
এফপি/টিকে