নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে মো. মোজাম্মেল (৩৫) নামে এক ট্রলার চালক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২০ এপ্রিল) ভোররাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত মোজাম্মেল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মৃত আরব আলীর ছেলে।
তার সহকর্মী জসিম জানান, তারা ট্রলারে করে পণ্য পরিবহন করছিলেন। রাত ২টার দিকে মেঘনা নদী দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে জলদস্যুরা গুলি চালায়। এতে ট্রলার চালক মোজাম্মেল পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় মোজাম্মেলকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএন