চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সেলিনা আক্তার, মেয়ে ও জামাতা।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ঘাসিরচর এলাকার ঘোষ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সালামত মিয়াজি বড় দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও আলোর সন্ধান বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি ছিলেন।
এলাকাবাসী জানান, বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন সালামত মিয়াজি। পথিমধ্যে ঘোষ বাড়ির কাছে হঠাৎ ভিমরুলের আক্রমণে পড়েন তারা। ভিমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেলিনা আক্তার। স্ত্রীকে বাঁচাতে মেয়ে বাড়ি থেকে কাঁথা এনে জড়িয়ে ধরেন সালামত। তখন ফের আক্রমণ করে ভিমরুলের দল। দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে তাদের মেয়ে শাউনী আক্তার ও জামাতা ঘটনাস্থলে গেলে ভিমরুল তাদেরও আক্রমণ করে। পরে আহতদের ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন এখনও আইসিইউতে চিকিৎসাধীন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “ভিমরুলের কামড়ে আহত চারজনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েছি। এর মধ্যে সালামত মিয়াজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।”