মিয়ানমারের সংঘাতপূর্ণ কারেন রাজ্য থেকে প্রায় ২০০ জন জাতিগত কারেন পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন, দাবি করেছেন থাই সীমান্ত কর্মকর্তারা।
শনিবার এ তথ্য প্রকাশ পায়, যেখানে জানা যায়, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে স্থানীয় মিলিশিয়ারা সেনা অভ্যুত্থানের পর থেকে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এর ফলে মিয়ানমারে চলমান চার বছরের সংঘাত ব্যাপকভাবে মানুষের বাস্তুচ্যুতি ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী থাইল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
থাইল্যান্ডের নরেসুয়ান ফোর্স সীমান্ত ইউনিটের কমান্ডার মেজর জেনারেল মাইত্রি চুপ্রিচা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার বোমাবর্ষণ ও গৃহযুদ্ধের কারণে কারেন জাতিগোষ্ঠীর প্রায় ২০০ জন মানুষ থাইল্যান্ডে পালিয়ে এসেছে।
তিনি আরও বলেন, ড্রোন হামলা ও সেনাবাহিনীর ওপর বোমা হামলা শিকার হয়ে তারা ময়ে নদী পেরিয়ে থাইল্যান্ডের তাক প্রদেশে প্রবেশ করেছে। তাদের অস্থায়ীভাবে থাই কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং থাই সেনাবাহিনীর ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাইত্রি সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে এসব মানুষকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।
আরআর/এসএন