রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এবং বিকেলে পীরগাছায় ট্রলি উল্টে প্রাণ হারান চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। বেলতলি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান মহুবার রহমান (৫৫), তিনি ঘনিরামপুর নদীরপার গ্রামের বাসিন্দা। আহত চালককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, পীরগাছার সুখানপুকুর ব্রিজের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বহনকারী একটি ট্রলি উল্টে চালক নয়ন মিয়া (৩৫) মারা যান। দুর্ঘটনার সময় ট্রলির এক্সেল ভেঙে গিয়ে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং চালক ট্রলি ও গাছের মাঝখানে চাপা পড়ে নিহত হন। নয়ন মিয়ার বাড়ি ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক।