ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে দেখেছি, ফ্যাসিস্টদের যেদিন ফাঁসি দেওয়া হবে, সেদিন তারা হাসাহাসি করছিল। তাই ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা থাকে না। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাবেক অবৈধ মন্ত্রী শাজাহান খানকে কাঠগড়ায় হাসাহাসি করতে দেখা গেছে।
খবরে দেখেছি, সে পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এরা হচ্ছে নির্লজ্জ। তারা ১৫ বছর মানুষকে হত্যা, গুম করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে।
এগুলো নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।
তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা মানুষ হত্যা করতে করতে তারা এখন হত্যাকারী হিসেবে অ্যাডিকটেড (আসক্ত) হয়ে গেছে। যে কারণে তাদের মধ্যে অনুশোচনা বা লজ্জা নেই। হাসুক আর কাঁদুক, ভেঙচি দিক, মানুষকে গালাগালি করুক; তারা বিচার থেকে রেহাই পাবে না, তাদের বিচার হবে।
আরআর/এসএন