কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আবু তাহের মিয়া ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় ছাত্রদল নেতা আবদুল আহাদ বাবুল জানান, সকাল সাড়ে ৭টার দিকে আবু তাহের মিয়া ও তার দুই সহকর্মী মাঠে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের সেচ মেশিনঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মিয়া মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।