পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর!

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরীক্ষা খারাপ হওয়ায় খোদ পরীক্ষার্থীরাই ভাঙচুর করেছে কেন্দ্র।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে এই ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা। হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক বা আহত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে পরীক্ষা শুরু হয় ওই কেন্দ্রে। পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে হট্টোগোল শুরু করে। এক পর্যায়ে পরীক্ষা কেন্দ্রের কয়েকটি গ্লাস ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার বলেন, পরীক্ষা খারাপ হওয়ার কারণে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও কিছু গ্লাস ভাঙচুর করেছে। কেউ আহত নেই। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে। তাদের শনাক্ত করে তাদের পরিবারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।

এফপি/টিএ 

Share this news on: