চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরক মামলায় মোহাম্মদ হোসেন (৬৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) বিকেলে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে সকাল সোয়া ১১ টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার মৃত আহাম্মদুর রহমানের ছেলে ও ভাটিয়ারী ৮ নং ওয়ার্ড (ইমামনগর) আওয়ামী লীগের সভাপতি।
গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক মামলা রয়েছে। মামলা পরবর্তীতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে তাকে বিস্ফোরক মামলার গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এফপি/ টিএ