কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ

রাজমিস্ত্রির কাজের জন্য কক্সবাজারে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ৬ তরুণ।

তারা হলেন– লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ইউপি সদস্য ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৪০)।

নিখোঁজ তরুণদের অভিভাবকরা যান, গত ১৫ এপ্রিল কাজের উদ্দেশে তারা কক্সবাজারে যান। এরপর ১৬ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও তার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ইউপি সদস্য ছফর উদ্দিন জানান, গত পাঁচ দিন যাবৎ তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে এবং গ্রামের কয়েকজন লোক তাদের খোঁজ নিতে কক্সবাজার রওনা দিয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্সী জানান, নিখোঁজ তরুণদের অভিভাবকের সঙ্গে কথা হয়েছে। ইতিপূর্বে তারা সেখানে গিয়ে কাজ করেছেন।

এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে তাদেরকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। 

 আরএম/টিএ   

Share this news on: