আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, গণহত্যার বিচার এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর খামারবাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, নিজাম উদ্দীন, মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক এম এম শোয়াইবসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলটি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, গণপরিষদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি তোলে।


এসএস/টিএ


Share this news on:

সর্বশেষ