লাক্স তারকা প্রসূন আজাদকে এখন নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করেন ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে।
আজ বুধবার (২৩ এপ্রিল) তেমনই একটি প্রতিক্রিয়া প্রকাশ করলেন প্রসূন।
একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে জনৈক নির্মতা প্রসূন আজাদকে একটি ওয়েব সিরিজের জন্য প্রস্তাব দিচ্ছেন। এই ওয়েব সিরিজে পরীমনির সঙ্গে লিড রোলে অভিনয় করানো হবে প্রসূনকে। তবে মেসেঞ্জারের সেই প্রস্তাবে কোনো সাড়া দেননি অভিনেত্রী।
স্ক্রিনশটটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘আহা রে ভাই। আমার অনেক দিনের ইচ্ছা সিনেমার নায়িকা হওয়ার। আপনি ছাড়া কেউ বুঝল না আমার কষ্ট। ধন্যবাদ আপনাকে আমাকে মিডিয়াতে চান্স দেওয়ার জন্য।
কিন্তু এই মুহূর্তে আমার পেট খারাপ। পরীমনির সাথে তাই সুযোগ পেলাম না।’
এদিকে চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো মা হয়েছেন প্রসূন আজাদ। ২০২২ সালে প্রথমবার ছেলেসন্তানের মা হন প্রসূন। ২০২১ সালের ৩০ জুলাই ফারহান গাফফারকে বিয়ে করার পর শোবিজকে বিদায় জানান এবং বর্তমানে সংসারী জীবন কাটাচ্ছেন তিনি।