খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার হাইক্কার (কাটাসুর) খালের জায়গায় থাকা দোতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খালের জায়গা উদ্ধারে এ অভিযান চালানো হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দোতলা ভবনের পুরোটাই খালের জায়গা দখল করে বানানো হয়েছিল। আর তিনতলা ভবনটির প্রায় ২০ ফুট অংশ খালের জায়গায় ছিল। ভেঙে ফেলা টিনের ঘরগুলো দোতলা ভবনের দুই পাশে খালের জায়গার মধ্যে ছিল। অভিযানে খালের জায়গা দখল করে তৈরি স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানাদেয়াল ভাঙা হয়েছে। মসজিদের যেটুকু অংশ খালের মধ্যে পড়েছে সেটিও ভাঙা হবে।

অভিযানে উপস্থিত থাকা ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করেই ঢাকার খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছে। সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ। দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, খালের জায়গা দখল করে থাকা বাড়ি ৩ তলা হোক আর ১০ তলা হোক, সব ভেঙে দেওয়া হবে। হাইক্কার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে খাল খনন করে রায়েরবাজার কবরস্থানের দেয়াল ভেঙে লাউতলা খালের সঙ্গে সংযোগ করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতির বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছেন। গতকাল মঙ্গলবারও ডিএনসিসি এলাকার সরকারি–বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে সভা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় মশকনিধন কার্যক্রম চলছে। মশার ওষুধ ঠিকমতো ছিটানোর কাজটি তদারকির জন্য সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরিকল্পনা আছে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার ৩৭ ব্যাংক হিসাব ফ্রিজ Apr 24, 2025
img
ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেফতার Apr 24, 2025
img
নিজ বাসায় অভিনেতার মরদেহ উদ্ধার Apr 24, 2025
img
কথা মতো জামিন না দিলে বিচারককে বান্দরবানে পাঠিয়ে দিতো: শিশির মনির Apr 24, 2025
img
ইসলামাবাদ হাইকমিশনের সব কর্মী প্রত্যাহারসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির Apr 24, 2025
img
অভিনয় নয় অন্য কৌশলে কোটি কোটি টাকা আয় শিল্পা শেট্টির Apr 24, 2025
img
‘গাড়িতে চড়েন, বিদেশে যান কিন্তু বলেন টাকা নেই’ Apr 24, 2025
img
পাকিস্তানিদের ভারত ছাড়তে ৪৮ ঘণ্টার সময়সীমা মোদী সরকারের Apr 23, 2025
img
বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার করবে না দিল্লির চাপে Apr 23, 2025
img
প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তমূলক পোস্ট দেওয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 23, 2025