একেবারে হঠাৎ করেই করণ জোহরের ওজন কমে যাওয়ায় অনেকেই বিস্মিত হন। রাতারাতি বদলে যায় তাঁর চেহারা। ভক্তদের মনে প্রশ্ন জাগে—সব ঠিক আছে তো? করণ কি সুস্থ আছেন? প্রথমদিকে কিছু না বললেও অবশেষে নিজের ওজন কমানোর পেছনের কারণ জানিয়েছেন এই বলিউড পরিচালক নিজেই।
ইনস্টাগ্রাম লাইভে নিজের ওজন কমানোর ব্যাপারে ভক্তদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন করণ জোহর।
তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, আমি আমার স্বাস্থ্যের সেরা সময়ে রয়েছি। আমি এর চেয়ে ভালো কখনো ছিলাম না।
এত দ্রুত ওজন কমালেন কীভাবে? এক ভক্তের এ প্রশ্নের জবাবে, পরিচালক জানান, রক্ত পরীক্ষা করার পরই তিনি জানতে পেরেছিলেন আসল সমস্যা সেখানেই।
পাশাপাশি করণের ভাষ্য, কেবল মাত্র ওষুধপত্র নয়, তার রোগা পেছনে সবচেয়ে বড় কারণ হলো ডায়েট। দিনে মাত্র একবার খাবার খান করণ।
এই নির্মাতা জানান, তিনি এমন একটি ডায়েটে ছিলেন যা তাকে প্রতিদিন শুধুমাত্র একবার খাবার খেতে বাধ্য করেছিল। এর সঙ্গেই খেলাধুলা থেকে সাঁতার কাটা, সবই করেছেন করণ।
আরএ/টিএ