কাশ্মীরের পেহেলগামে ধর্মের নামে চালানো বর্বর সন্ত্রাসী হামলায় হতভম্ব গোটা ভারত। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন হিন্দু তীর্থযাত্রী। ভয়াবহ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের ও সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত।
‘কাশ্মীর ফাইলস’-এ উপত্যকার হিন্দু নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরা অনুপম খের বলেন, "এবার আর কোনো আপোষ নয়। এমন শাস্তি দেওয়া হোক, যা বিশ্ববাসীর জন্য উদাহরণ হয়ে থাকবে। যারা ধর্মের ভিত্তিতে মানুষ খুন করে, তারা কাপুরুষ এবং নপুংসক।"
অভিনেতা জানান, কাশ্মীরি হিন্দুদের যে যন্ত্রণা তিনি জীবনে দেখেছেন, তা এই ঘটনার মধ্য দিয়ে আবার ফিরে এসেছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, যাতে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে কঙ্গনা রানাউত বলেন, “অস্ত্রহীন, নিরীহ মানুষদের উপর গুলি চালিয়ে এরা নিজেদের শক্তিশালী ভাবে। এরা যুদ্ধের ময়দানে লড়তে জানে না, বরং সাধারণ মানুষের উপরেই হামলা করে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
ভারতের বিভিন্ন রাজ্য থেকে ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করার মতো ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষও। হামলার পর কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এই ঘটনায় উপত্যকার শান্তি প্রক্রিয়া আরও একবার বড় ধাক্কা খেল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আরএ/টিএ