শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন: শখ

আনিকা কবির শখ আজ থেকে ১৫ বছর আগে চলচ্চিত্রে অভিষিক্ত হন। অভিষেক সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে। এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি। এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান, দেখা গেলেও অনিয়মিত।

মাঝেমধ্যে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা পোষণ করলেও তাকে আর দেখা যায়নি।
তবে প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল।

অভিনেত্রী শখ বলেন, “শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো।

তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার,তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে।

আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে।'

সদ্যঃপ্রয়াত অভিনেত্রী অঞ্জনাও তাকে ভীষণ সহায়তা করেছিলেন বলে এই পডকাস্টে জানান অভিনেত্রী। তবে ওই চলচ্চিত্রে অঞ্জনা ছিলেন কি না তিনি উল্লেখ করেননি।

‘বলো না তুমি আমার’ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় এম বি মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও আনিকা কবির শখ।

এ ছাড়া এতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কাশ্মিরের ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছে পাকিস্তানের তারকারা Apr 25, 2025
img
শাকিব খানের ‘তাণ্ডব’-এ চূড়ান্ত সাবিলা নূর Apr 25, 2025
img
কাতারের কাছে আর কোনো দেনা নেই বাংলাদেশের Apr 25, 2025
img
পাসপোর্ট অফিসে আচমকা দুদক, মিলল মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের প্রমাণ Apr 25, 2025
img
সরকার অবসরে পাঠালো সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে Apr 25, 2025
img
স্ত্রীকে হত্যা করে লাশ ফেললেন সেপটিক ট্যাংকে, এরপর গেলেন ইমামতি করতে Apr 25, 2025
img
ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করে পাকিস্তানের হুঁশিয়ারি Apr 25, 2025
img
চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার Apr 25, 2025
img
‘ঈশ্বরও সমালোচনার ঊর্ধ্বে নন’—ডিভোর্স ইস্যুতে ট্রোলের জবাবে চাঁচাছোলা রহমান Apr 25, 2025
img
ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার বৈপ্লবিক ওষুধ আবিষ্কার Apr 24, 2025