পহেলগাম ঘটনায় সরব পাক তারকারা

মঙ্গলবার পহেলগামের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। দিনভর গোটা বিশ্ব তোলপাড় হলেও পাক মুলুকের তারকাদের তরফে সেভাবে কাউকে শোকপ্রকাশ করতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই রোষানলে পড়তে হয়েছে তাঁদের। তবে বুধবার বিকেলে ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত পাকিস্তানি তারকাদের চিরতরে ভারতীয় সিনেজগতে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেওয়ার পর পাক মুলুকের তারকাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তার ভিড়। ফাওয়াদ খানের পাশাপাশি মাওরা হোক্যান, হানিয়া আমির-সহ একাধিক পাক তারকা শোকপ্রকাশ করেছেন।

সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে সরব হয়েছেন পাক মুলুকের গ্ল্যামার দুনিয়ার ব্যক্তিত্বরা। হানিয়া আমির লিখেছেন, ‘যে কোনও জায়গায় ট্র্যাজেডি, আমাদের সকলের জন্যই ট্র্যাজেডি। যখন নিরীহ মানুষের প্রাণহানি ঘটে, তখন সেই যন্ত্রণা কেবল তাদের একার নয়, এটি আমাদের সকলের। আমরা যেখানেই বাস করি না কেন, দুঃখের ভাষা এক। আমি চাই, আমরা যেন সবসময়ে মানবতাকেই বেছে নিই।’ বলিউড ছবি ‘সনম তেরি কসম’-এ অভিনয়ের জন্য পরিচিত অভিনেত্রী মাওরা হোক্যানও প্রতিবাদে গর্জে উঠেছেন। অভিনেত্রী পহেলগাম হামলার কথা উল্লেখ করেননি, কিন্তু নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ আমাদের সকলের উপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে…?’

পাকিস্তানি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ফারহান সাইদ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ‘বেজুবান’ এবং ‘ম্যায় খোয়াব বুনতি হুঁ’ খ্যাত উসামা খান বলছেন যে, এই পৃথিবীর কোথাও সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। ‘পহেলগাম হামলায় নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা রইল। এই কঠিন সময়ে তাঁরা যেন শক্তি পান। সন্ত্রাসবাদ নিন্দনীয়, সেটা যেখানেই ঘটুক না কেন। পাকিস্তান, ভারত বা অন্য কোথাও হোক না কেন। এই ধরনের অর্থহীন হিংসার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত।’

পহেলগাম কাণ্ডের পর দেশবাসীর মনেও নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে। ফাওয়াদ খান-সহ সমস্ত পাকমুলুকে শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেটপাড়ায় তাঁদের হুঁশিয়ারি, ‘বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।’ এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকশিল্পীরা যাতে এদেশে কাজ না করতে পারেন, সেই প্রক্রিয়ার কফিনে শেষ পেরেক পোঁতার প্রস্তুতি নিচ্ছে বলিউড সিনে সংগঠন। ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত ফাওয়াদ খানের ছবি মুক্তির তীব্র বিরোধিতা করে জানিয়েছেন, “এহেন বর্বরোচিত আক্রমণে গোটা দেশের উপর আঘাত হানা হয়েছে। এই প্রথমবার নয়, এহেন আক্রমণ গত ৩০ বছর ধরে চলছে। আমাদের ফেডারেশন তরফে হাত জোড় করে অনুরোধ করেছি পাকিস্তানিদের নিয়ে কাজ না করার জন্য। ওঁরা শিল্পী সম্প্রদায়ের মতো অযৌক্তিক কারণ দেখায়, তবে শেষ পর্যন্ত, দেশকে প্রথমে রাখতে হবে। কিছু মানুষ মনে করেন- যতক্ষণ না আমার বাড়ির সদস্যদের উপর আক্রমণ হচ্ছে, ততক্ষণ এসবে পাত্তা দেব না।”

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শাকিব খানের ‘তাণ্ডব’-এ চূড়ান্ত সাবিলা নূর Apr 25, 2025
img
কাতারের কাছে আর কোনো দেনা নেই বাংলাদেশের Apr 25, 2025
img
পাসপোর্ট অফিসে আচমকা দুদক, মিলল মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের প্রমাণ Apr 25, 2025
img
সরকার অবসরে পাঠালো সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে Apr 25, 2025
img
স্ত্রীকে হত্যা করে লাশ ফেললেন সেপটিক ট্যাংকে, এরপর গেলেন ইমামতি করতে Apr 25, 2025
img
ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করে পাকিস্তানের হুঁশিয়ারি Apr 25, 2025
img
চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার Apr 25, 2025
img
‘ঈশ্বরও সমালোচনার ঊর্ধ্বে নন’—ডিভোর্স ইস্যুতে ট্রোলের জবাবে চাঁচাছোলা রহমান Apr 25, 2025
img
ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার বৈপ্লবিক ওষুধ আবিষ্কার Apr 24, 2025
img
বাবরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড কোহলির Apr 24, 2025