নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি যাওয়া তার উদ্ধার হয়েছে যুবদল নেতার বাড়ি থেকে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই তার উদ্ধার করে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২। অভিযানে নেতৃত্ব দেন পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
যুবদল নেতা মো. ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং একই ইউনিয়নের ইউপি সদস্য।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ এপ্রিল (বুধবার) রাতে বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার চুরি হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ওই এলাকার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালানো হয় এবং সেখান থেকে আনুমানিক ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত তারগুলো একটি বিদ্যুৎ সংযোগবিহীন বর্ধিত সঞ্চালন লাইনের ছিল বলে জানানো হয়।
এ বিষয়ে ইমান হোসেনকে একাধিকবার ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একটি নির্জীব সংযোগ লাইনের এক স্প্যান তার চুরি হয়েছে। অনুসন্ধান করে হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইমান হোসেনের বাড়ি থেকে তা উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের সময় পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পল্লী বিদ্যুতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস