নেশার টাকা না পেয়ে মাকে কোপাল ছেলে

কুমিল্লার দেবিদ্বারে নেশার টাকা না দেওয়ায় মাকে কোপা‌নোর অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ইমনকে আটক ক‌রে জেলহাজ‌তে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপু‌রে তা‌কে কারাগারে পাঠা‌নো হয়।

আটক ইমন (২৫) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে মায়ের কাছে নেশার জন্য দুই হাজার টাকা চায় ইমন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হ‌য়ে বঁটি দা দিয়ে মায়ের মাথায় কুপিয়ে তা‌কে মারাত্মক জখম করে।

স্থানীয়রা তা‌কে নিবৃত কর‌তে না পে‌রে ৯৯৯-এ ফোন করলে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তাকে আটক করে। তবে ইমনকে আটকের সময় তার লাঠির আঘাতে দুই পুলিশ সদস্যও আহত হন।

পরে আহত মা খোরশেদা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় খোরশেদা বেগম বাদী হয়ে ছে‌লে ইম‌নের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নেশার টাকার জন‌্য ছে‌লে মা‌কে কু‌পি‌য়ে‌ছে জান‌তে পে‌রে আমরা ঘটনাস্থল থে‌কে ইমনকে আটক ক‌রি। তার মায়ের অভিযোগের ভিত্তিতে কোর্ট হাজতে চালান করেছি।

এফপি/টিএ

Share this news on: