গুলি করে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ২

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আত্মঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, ১০ রাউন্ড গুলি এবং লুণ্ঠিত ৩ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
গ্রেফতার দুই ডাকাত হলো- বরিশালের দুধল মৌ এলাকার আজিমুদ্দিনের ছেলে মো. মিলন (৪৬) এবং রাজবাড়ীর খানখানাপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইসমাইল হোসেন মামুন (৫০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ সন্ধ্যায় মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় সখীপুর-গোড়াই আঞ্চলিক সড়কে মহিষ ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেটকারকে ১০/১২ জন ডাকাদল মাইক্রোবাস ও মোটরসাইকেল দিয়ে থামায়। ডাকাতরা প্রথমে প্রাইভেটকারের সামনের গ্লাসে আঘাত করে ভেঙে ফেলে এবং মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকার ২টি ব্যাগ ডাকাতি করার চেষ্টা করে। এ সময় মহিষ ব্যবসায়ীরা টাকা দিতে না চাইলে তারা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে। মহিষ ব্যবসায়ীরা আতঙ্কে তাদের কাছে থাকা ২টি টাকা ভর্তি ব্যাগ ডাকাতদেরকে দিয়ে দেয়। পরে ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় ডিবি, ও মির্জাপুর থানা পুলিশের তদন্তে নামে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ এবং মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম গত ১১ এপ্রিল ঢাকার হাজারীবাগ থানা এলাকা থেকে মাইক্রোবাস চালক ডাকাত মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত নগদ ১২ হাজার টাকা উদ্ধার উদ্ধার করা হয়। পরে ১৮ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ী থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।

ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ভাড়া বাসা থেকে লুণ্ঠিত তিন লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, মির্জাপুর থেকে ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গুলি উদ্ধারের ঘটনায় মির্জাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুইজন আন্তঃজেলা ডাকত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ব্রাহ্মণবাড়িয়ার ২৮ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেফতার Apr 25, 2025
img
৪০ বছর পরও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই : টুকু Apr 25, 2025
img
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন Apr 25, 2025
img
শুভর দীপ্তিমান প্রত্যাবর্তন, আসন্ন ৫ ছবি নিয়ে চর্চা তুঙ্গে Apr 25, 2025
img
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৫ আ. লীগ কর্মী গ্রেফতার Apr 25, 2025
img
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : আব্দুস সালাম Apr 25, 2025
img
পহেলগামের হামলাস্থলে ভারতীয় সেনা ছিল না কেন? Apr 25, 2025
img
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’ Apr 25, 2025
img
কাশ্মিরে হামলা: পার্টি বাতিল করলেন আরিয়ান খান Apr 25, 2025
img
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ Apr 25, 2025