কাশ্মীর ইস্যুতে মোদিকে সর্বাত্মক সমর্থন জানাল কংগ্রেস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে নয়াদিল্লিতে রাজনৈতিক দলগুলোর সর্বদলীয় বৈঠক হয়েছে। বৈঠক শেষে এই ইস্যুতে সরকারের যে কোনো কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস ও এর নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিভ ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (ইনডিয়া)। খবর, এনডিটিভি’র।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত হয় এ বৈঠক। রুদ্ধদ্বার ওই বৈঠকে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে মোদি সরকার।

বৈঠক শেষে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধি বলেন, সকল রাজনৈতিক দল একযোগে এর নিন্দা করেছে এবং বিরোধী দল সরকারকে যে কোনো পদক্ষেপ নিতে পূর্ণ সমর্থন দিয়েছে।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মিরে শান্তি ফিরে আসুক। তিনি বলেন, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধি আগামীকাল (শুক্রবার) কাশ্মিরের অনন্তনাগ পরিদর্শন করবেন, যেখানে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে। বেশ কয়েকজন আহতও হন। এটি ছিল ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, কিস্তিতে কেনার দিকে ঝুঁকছেন দুবাইয়ের ক্রেতারা Apr 26, 2025
img
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশের ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় শীর্ষে Apr 26, 2025
img
আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক Apr 26, 2025
img
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ Apr 26, 2025
img
‘লাল ফাইল’ নিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাৎ, কী আছে সেখানে? Apr 26, 2025
img
বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম Apr 26, 2025
img
পাকিস্তানিদের বিরুদ্ধে সব মুখ্যমন্ত্রীকে অমিত শাহের কড়া নির্দেশ Apr 26, 2025
img
তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, জানালো বৃটিশ গণমাধ্যম Apr 26, 2025
img
ফ্যাসিবাদকে নির্মূল না করা পর্যন্ত নির্বাচন হবে না: নুর Apr 26, 2025
img
‘গুজব না সত্য—দুদকই বের করবে’ এপিএস ইস্যুতে সজীব ভুঁইয়া Apr 26, 2025