গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ছাই হলো ১০ দোকান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে দোকানে আগুন জ্বলতে দেখে এক দোকানি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ১০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক শহীদ ফকির বলেন, ‘রাতে আমি দোকানে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দেখি দোকানে আগুন লেগেছে। আমি দ্রুত দোকানের ঝাপ খুলে বাইরে এসে দেখি আমার দোকানসহ পাশের দোকানগুলো আগুনে পুড়ছে।

এরপর ফায়ার সার্ভিসে খবর দিই। ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়।’

তিনি আরো বলেন, ‘আগুনে আমার দোকানসহ ইমরুল মোল্লা, ওমর আলী মৃধা ও শরিফুল ফকিরের মুদি দোকান, সাইদুল শেখ ও আমিন চৌধুরীর চায়ের দোকান, কামরুল চৌধুরীর ওষুধের দোকান, কপিল বিশ্বাসের মোবাইল ও ইলেকট্রনিকস দোকান, গোপাল শীলের সেলুন এবং রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস ঘর পুড়ে ছাই হয়ে যায়।’

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত আমরা কুশলা বাজারে ছুটে যাই।

১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময়ের মধ্যে ১০টি দোকান পুড়ে যায়। দোকান ঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ এখনো জানা যায়নি।’

ব্যবসায়ী শরিফুল ফকির বলেন, ‘কয়েকটি এনজিও থেকে লোন নিয়ে দোকান করি।

আগুনে দোকানঘরটি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। কিভাবে ঋণের টাকা পরিশোধ করব? কিভাবে সংসার চলবে, ভেবে পাচ্ছি না। আগুনে আমাদের ১০ দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। বিষয়টি আমি জেনেছি। আগামী সোমবার কোটালীপাড়া এসে দুর্ঘটনাস্থলে যাব। সরকারিভাবে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।’

আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘বিষয়টি খুবই মর্মস্পর্শী। জেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাসম্ভব সহযোগিতা করা হবে।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদকে নির্মূল না করা পর্যন্ত নির্বাচন হবে না: নুর Apr 26, 2025
img
‘গুজব না সত্য—দুদকই বের করবে’ এপিএস ইস্যুতে সজীব ভুঁইয়া Apr 26, 2025
img
মাস্টার্স শেষে হল ছেড়ে দিচ্ছেন ঢাবি ছাত্রশিবির সেক্রেটারি Apr 26, 2025
img
চীনের শুল্ক ছাড়ের খবরে স্বর্ণের বাজারে স্বস্তি Apr 26, 2025
img
শহীদদের রক্তের ঋণ ভুললে ইতিহাস ক্ষমা করবে না: ব্যারিস্টার ফুয়াদ Apr 26, 2025
img
আইএমএফ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক: শুল্ক সমস্যা ও ঋণ ছাড়ে সময় চায় বাংলাদেশ Apr 26, 2025
img
‘জনতা পার্টি’র প্রতি শুভেচ্ছা, ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবেগঘন মন্তব্য ফজলুর রহমানের Apr 26, 2025
img
আইনি নোটিশ নিয়ে যা ব্যাখ্যা দিলেন ডা. তাসনিম জারা Apr 26, 2025
img
পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের Apr 26, 2025
img
ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা Apr 26, 2025