ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ও আরব আমিরাত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় ১০ লাখ, যা স্থিতিশীল রয়েছে এবং ‘ভিসা জটিলতার’ কারণে আর বৃদ্ধি পায়নি।

দুবাইয়ের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসকে এক সাক্ষাৎকার দেন রাশেদুজ্জামান।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে (বাংলাদেশিদের জন্য ভিসা) সহজীকরণ বিষয়ে আলোচনা করছে। বাংলাদেশি পেশাদাররা বিভিন্ন শিল্পে এবং উদ্যোক্তা হিসেবে কাজ করে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে। আমরা বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতের সাফল্যের গল্পের অংশ হতে দেখতে চাই।

দুবাই অফিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল ও অপারেশন বিভাগের প্রধান মোহাম্মদ আলবাহরি; সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ; এবং অন্যান্য দেশের কূটনীতিকসহ প্রায় ৩০০ জন অতিথি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান বলেন, বাংলাদেশি কনস্যুলেট সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতজুড়ে বসবাসকারী নাগরিকদের জন্য অনেক নতুন কনস্যুলার সেবা চালু করেছে।

তিনি বলেন, ‘আমরা সপ্তাহে তিনদিন (শনিবার, রবিবার এবং শুক্রবার) বিভিন্ন আমিরাতে বিশেষ কনস্যুলার পরিষেবা পরিচালনা করছি। আমাদের দল বিভিন্ন আমিরাতে যায়, যাতে কনস্যুলেটে আসতে পারে না- এমন কর্মীদের অন-দ্য-স্পট কনস্যুলার পরিষেবা প্রদান করা যায়। এতে তাদের সময়, শক্তি এবং অর্থ সাশ্রয় হয়।

এছাড়াও, আমরা আমাদের কনস্যুলেটের ভিতরে একটি সহায়তা ডেস্ক খুলেছি। কারণ অনেক অশিক্ষিত শ্রমিক দালালদের খপ্পরে পড়েন, তাদের কাছে সঠিক তথ্য না থাকার কারণে।

এই মোবাইল পরিষেবার মাধ্যমে তিন দিনের জন্য বাংলাদেশি নাগরিকদের সব ধরনের কনস্যুলার পরিষেবা প্রদান করা হয়।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না Apr 26, 2025
img
মধ্যস্বত্বভোগীর কারণে অস্থির পেঁয়াজ ও তেলের বাজার, বাড়ছে নিত্যপণ্যের দাম Apr 26, 2025
img
বার্সেলোনার বিপক্ষে ফাইনাল না খেলার ভাবনায় রিয়াল মাদ্রিদ! Apr 26, 2025
img
ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের প্রতিবাদ Apr 26, 2025
img
আ.লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে : দুলু Apr 26, 2025
img
রায়ের ভয় দেখিয়ে নির্বাচনে বাধ্য করা হয়েছিল— দাবি শওকত মাহমুদের Apr 26, 2025
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, কিস্তিতে কেনার দিকে ঝুঁকছেন দুবাইয়ের ক্রেতারা Apr 26, 2025
img
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশের ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় শীর্ষে Apr 26, 2025
img
আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক Apr 26, 2025
img
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ Apr 26, 2025