ফাইনাল ও এল ক্লাসিকোর আগে আরও শক্তিশালী হলো বার্সেলোনা

চলতি মৌসুমে এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছিল দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুটিতেই কাতালানদের সামনে দাঁড়াতে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবার তৃতীয়বার তাদের এল ক্লাসিকো হতে যাচ্ছে কোপা দেল রে’র ফাইনালে। এই ম্যাচের আগে উভয় দলের ডাগআউটেই চোটের ধাক্কা লেগেছে। তবে নিজেদের বিশ্বস্ত গোলরক্ষক চোট থেকে ফেরায় কিছুটা হলেও শক্তি বাড়ল বার্সার।

আগামীকাল (শনিবার) দিবাগত রাত ২টায় স্প্যানিশ কোপার ফাইনালে লড়বে রিয়াল-বার্সা। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর মাঠে ফিরতে পারেন কাতালানদের জার্মান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান। গত বছরের সেপ্টেম্বরে তিনি হাঁটুর ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল পুরো মৌসুমেই আর খেলা হবে না স্টেগানের। তবে শঙ্কা ছাপিয়ে গত মার্চে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক অনুশীলনে ফেরেন, এখন মাঠে নামারও ছাড়পত্র পেয়ে গেলেন।

টের স্টেগানের দ্রুত সেরে ওঠা অবশ্য মধুর সমস্যায় ফেলবে বার্সেলোনাকে। এখন মৌসুমের চূড়ান্ত সময়, বেশিরভাগ শিরোপার নিষ্পত্তিই আগামী দুয়েক মাসের মধ্যে হতে চলেছে। এর আগে জার্মান এই গোলরক্ষকের বড় চোটের কারণে আর্সেনাল ও জুভেন্তাসের গোলবার সামলে অবসর গ্রহণ করা ভয়চেক সিজনিকে ফেরায় বার্সা। এমনকি গোলরক্ষক হিসেবে দ্বিতীয় পছন্দ ইনাকি পেনার জায়গায় সিজনিকেই বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সার গোলবার সামলাতে দেখা যায়।

এদিকে, রিয়াল বিপক্ষে ফাইনালের ক্লাসিকোতেও টের স্টেগানকে নয়, বরং সিজনিকে গোলরক্ষকের ভূমিকা দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও দুজনই আছেন বার্সার স্কোয়াডে। সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, সেভিয়ার মাঠে হতে যাওয়া কোপা দেল রে’র ফাইনালটিতে গ্লাভস হাতে প্রস্তুত থাকবেন টের স্টেগানও। এই মৌসুমের বাকি তিনটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তাই গুরুত্বপূর্ণ এই সময়টাতে টের স্টেগানকে ম্যাচ খেলার জন্য ফিট পাওয়া তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগ করবে।

বার্সেলোনা ইতোমধ্যে চলতি মৌসুমে স্প্যানিশ সুপারকাপের শিরোপা জিতেছে। সেখানেও তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। যেখানে কার্লো আনচেলত্তির দল রীতিমতো বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে। লা লিগায়ও রিয়ালের চেয়ে এখনও চার পয়েন্টে এগিয়ে আছে বার্সা, বাকি আর ৫টি ম্যাচ। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার মিলান। বিপরীতে রিয়াল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে।

লা লিগাসহ ও স্প্যানিশ প্রতিযোগিতায় বার্সা চাইলেই একসঙ্গে টের স্টেগান এবং সিজনিকে স্কোয়াডে রাখতে পারবে। তবে সেই সুবিধা পাবে না এই মৌসুমের ইউরোপীয় প্রতিযোগিতায়। টের স্টেগান চোটের কারণে বাইরে থাকাকালে তার জায়গায় উয়েফার প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করানো হয় সিজনিকে। ফলে টের স্টেগানকে পুনরায় রেজিস্ট্রেশন করতে চাইলে সিজনির নামটি সেখান থেকে কাটিয়ে নিতে হবে।

এর আগে ২০১৪ সালে জার্মান ক্লাব থেকে টের স্টেগানকে দলে ভেড়ায় বার্সা, ২০১৬ থেকে তিনি হয়ে ওঠেন ক্লাবটির প্রধান পছন্দ। এখন পর্যন্ত কাতালান জার্সিতে ৪০০টি ম্যাচ খেলা ৩২ বছর বয়সী এই গোলরক্ষক ৫টি করে লা লিগা ও কোপা দেলরে এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক Apr 26, 2025
img
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ Apr 26, 2025
img
‘লাল ফাইল’ নিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাৎ, কী আছে সেখানে? Apr 26, 2025
img
বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম Apr 26, 2025
img
পাকিস্তানিদের বিরুদ্ধে সব মুখ্যমন্ত্রীকে অমিত শাহের কড়া নির্দেশ Apr 26, 2025
img
তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, জানালো বৃটিশ গণমাধ্যম Apr 26, 2025
img
ফ্যাসিবাদকে নির্মূল না করা পর্যন্ত নির্বাচন হবে না: নুর Apr 26, 2025
img
‘গুজব না সত্য—দুদকই বের করবে’ এপিএস ইস্যুতে সজীব ভুঁইয়া Apr 26, 2025
img
মাস্টার্স শেষে হল ছেড়ে দিচ্ছেন ঢাবি ছাত্রশিবির সেক্রেটারি Apr 26, 2025
img
চীনের শুল্ক ছাড়ের খবরে স্বর্ণের বাজারে স্বস্তি Apr 26, 2025