কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত দেশ। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন নিরপরাধ সাধারণ মানুষ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বহু বলিউড তারকা। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। শুধু হামলার প্রতিবাদই নয়, ধর্মীয় বিভাজনের রাজনীতিকেও একহাত নিলেন তিনি।
সম্প্রতি ন্যাশনাল কংগ্রেস পার্টির মুখপাত্র অনীশ গাওয়ান্ডের একটি পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সোনাক্ষী। সেই পোস্টে লেখা ছিল,
“এই হামলার লক্ষ্য শুধু প্রাণনাশ নয়, উদ্দেশ্য ছিল দেশের হিন্দু ও মুসলিমদের মধ্যে অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেওয়া। প্রতিবেশী, বন্ধুর মতো থাকা দুই সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানো।”
সেই সুরেই সোনাক্ষী লেখেন,
“ইচ্ছাকৃতভাবে হিন্দু-মুসলিম বিভাজনের বীজ পুঁতে দেওয়া হচ্ছে ভারতীয়দের মনে। আমাদের এই মনঃকষ্টকে হাতিয়ার করে দেশবাসীকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। দয়া করে এই মানুষগুলিকে জিততে দেবেন না।”
নিজে আন্তঃধর্ম বিবাহ করে বারবার বিতর্কের শিকার হয়েছেন সোনাক্ষী। মুসলিম প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করে সমাজমাধ্যমে ট্রোলড হয়েছেন বিস্তর। এমনকি বিয়েতে অনুপস্থিত ছিলেন তাঁর দুই ভাইও। কিন্তু তা সত্ত্বেও বারবার মানবিকতা আর সহমর্মিতার সপক্ষে দাঁড়িয়েছেন ‘দাবাং’ অভিনেত্রী।
সোনাক্ষীর এই অবস্থান ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বহু অনুরাগীর তরফে। অনেকেই লিখেছেন—
“সাহসিকতা বলে একেই।”
এসএস