ছোটবেলায় গৃহশিক্ষকের প্রস্তাবে চমকে গিয়েছিলেন কোয়েল!

ভারতীয় অভিনেত্রী কোয়েল মল্লিক, একাধিক বাংলা সিনেমায় অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি বনি সেনগুপ্তর সঙ্গে আড্ডায় নিজের জীবনের নানা অজানা দিক তুলে ধরলেন রঞ্জিত মল্লিকের কন্যা।

আসলে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই তিনি পছন্দ করেন। খুব কম মুখ খোলেন পরিবার নিয়ে। তবে এবার সেসব নিরবতা ভেঙেছিলেন বনির সঙ্গে আড্ডার সময়। ছোটবেলায় গৃহশিক্ষকের কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাবের গল্প শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।

প্রশ্নটা বনিই করেছিলেন, তোমাকে নাকি প্রাইভেট টিউটর প্রেমের প্রস্তাব দিয়েছিল? আর তাতে কোয়েল বেশ অবাক হন! জিজ্ঞেস করেন, ‘তোমার সোর্স এটাও জানে?’ হাসতে শুরু করে দেন কোয়েল। তারপর অবশ্য খুলেই বলেন গোটা ঘটনা।

জানান, তখন তিনি ক্লাস সেভেন কি এইটে! সায়েন্স টিচারও সবে কলেজ থেকে বেরিয়েছে, চাকরি খুঁজছে এরকম। তো একদিন সেই শিক্ষক এসে কোয়েলকে বললেন, তোমাকে আজকে একটা কথা বলব। আগে আজকের পড়া শেষ করে নাও তারপর। কোয়েলের সরল মন প্রথমে ভেবেছিল, শিক্ষক বুঝি নতুন চাকরি পেয়েছেন, আর সেটাই বলবেন। তিনিও জোর করতে থাকেন। তবে শিক্ষক বলেন, পড়ানোর শেষেই বলবেন। কারণ এতে নাকি সেদিনের পড়াটাই নষ্ট হতে পারে।

নায়িকার কথায়, যথারীতি পড়া শেষ হল। আর উনিও বললেন সেই থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। শুনে তো আমার মুখ সাদা। ভয় করতে শুরু করেছিল। উনি আমাকে সেকথা বলে নীচে নেমে গেলেন। রোজ আমি ওর সঙ্গেই নামতাম। মা খবর নিত কতটা পড়া হল, কী পেরেছি, কী পারিনি। সেদিন আর আমার নামার সাহস হয়নি। পরে শিক্ষক চলে যেতে মাকে সবটা বললাম।

কোয়েল জানান, তারপর সেই শিক্ষককে আর পাড়াতে আসতে দেননি মা দীপা। অভিনেত্রী সঙ্গে এটাও জানান, এই ব্যাপারে বাবার সঙ্গে তার কোনো কথা হয়নি। মা বলে থাকতেও পারে!

আর তাতে বনির হাসতে হাসতে জবাব, হ্যাঁ শুনলেই চাবকে চামড়া তুলে নিত!

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়ে সাইফ-জয়দীপ, তবুও প্রাণহীন ‘জুয়েল থিফ Apr 27, 2025
img
রাঁধুনির পারিশ্রমিক শুনে শুরু হয় বুকে ব্যথা বললেন সালমানের ভগ্নীপতি আয়ুষ শর্মা Apr 27, 2025
img
তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ৪ মে Apr 27, 2025
img
ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিরাট-আনুশকা Apr 27, 2025
img
এবার পানামা ও সুয়েজ খাল নিয়ে যে দাবি তুললেন ট্রাম্প Apr 27, 2025
img
আইপিএলের পয়েন্ট টেবিলে বৃষ্টির ‘পানি’, প্লে-অফের দৌড়ে যারা Apr 27, 2025
img
বিজ্ঞপ্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে নিয়োগ দিলেন ঢাবি উপাচার্য Apr 27, 2025
img
নির্বাচন দেরি করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বললেন মোস্তাফিজুর রহমান Apr 27, 2025
img
প্রেম ও ডেটিং নিয়ে খোলামেলা কথা শুভমান গিলের Apr 27, 2025
img
জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে: আলী রীয়াজ Apr 27, 2025