২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান আর্জেন্টিনা ফুটবল প্রধান

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসিকে ২০২৬ সালের বিশ্বকাপে দেখতে চান।
উল্লেখ্য, আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, "আমি আশা করি মেসি বিশ্বকাপে খেলবে। এটা আমরা সবাই চাই। সে তার প্রাপ্য সম্মান পেয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মেসির অনুভূতি এবং ইচ্ছার ওপর। আমাদের উচিত তাকে স্বাধীনভাবে থাকতে দেওয়া এবং তার খেলা উপভোগ করা। এখনও আমরা বিশ্বের সেরা ফুটবলারের খেলা দেখার সুযোগ পাচ্ছি— এটুকুই অনেক বড় প্রাপ্তি।"

তাপিয়া আরও বলেন, আগামী জুনে ৩৮ বছরে পা রাখতে চলা মেসি তার ক্যারিয়ারে সবকিছু অর্জন করেছেন এবং এখনও দুর্দান্ত ফর্মে আছেন। তাই তাকে নিজের গতিতে এগোতে দেওয়াই শ্রেয়।

মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার বলেও অভিহিত করেন তাপিয়া। এমনকি, কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চেয়েও বড় মনে করেন মেসিকে। তিনি বলেন, "নিঃসন্দেহে, আমার কাছে মেসিই সেরা। যদিও মতবিরোধ থাকতে পারে। দিয়েগো ছিলেন প্রকৃত দেশপ্রেমিক এবং কঠিন পরিস্থিতিতে অসাধারণ খেলেছেন। দুজনের সময় ভিন্ন ছিল। আমাদের গর্বিত হওয়া উচিত যে, আমরা দুজনকেই পেয়েছি, যারা বিশ্বের সেরা এবং দুজনই আর্জেন্টিনার সন্তান।"

সবশেষে, তাপিয়া মেসির বিনয় ও মানবিক গুণের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আশা প্রকাশ করেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপেও আলবিসেলেস্তেরা শিরোপা ধরে রাখবে।


এসএস/এসএন

Share this news on: