রাজশাহীর বাজারে চড়া দামে রসালো ফল লিচু

গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন চারপাশ পুড়ছে, তখন রাজশাহীর বাগানগুলোয় শুরু হয়েছে রসের নীরব উৎসব। ঝলমলে রোদে গাছের ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় লিচু। যদিও আমের মুকুল ঝরে পড়ে হতাশা তৈরি করেছে, তবুও লিচুর ফলনে খুশির সুরে সেজেছে চাষিরা। মৌসুমের প্রথম লিচু বাজারে উঠতে শুরু করেছে, তবে দেশি লিচুর দাম এখনো বেশ চড়া।

নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকায় দেশি এই লিচু বিক্রি করতে দেখা যায়। অগ্রিম বাজারে আসায় কোনো কোনো ক্রেতা কিনলেও কিছুটা টক ও দাম বেশি হওয়ার কারণে কম বিক্রি হচ্ছে।

লিচু বিক্রেতা আব্দুল্লাহ জানান, ১০০টি লিচু বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। বাগানেই দাম বেশি হওয়ার কারণে কম দামে বিক্রির সুযোগ নেই। তবে বাজারে চাহিদা অনুযায়ী লিচুর আমদানি হলে দাম কিছুটা কমবে বলে ওই বিক্রেতা জানান। টক নাকি মিষ্টি, এমন প্রশ্নের জবাবে লিচু বিক্রেতা জানান, দেশি লিচু হওয়ায় খুব বেশি মিষ্টি নয়। কিছুটা টক হবে। কয়েকদিন পর যেগুলো বাজারে আসবে সেগুলো মিষ্টি বেশি হবে। সাহেব বাজার ছাড়াও নগরের আরও ২/১টি বাজারে লিচু বিক্রি করতে দেখা গেছে। তবে কোনো স্থানেই ১০০ লিচুর দাম ৫০০ টাকার কমে বিক্রি হতে দেখা যায়নি।

ইয়াজ উদ্দীন নামের এক লিচু ক্রেতা বলেন, বাজারে এই প্রথম লিচু এসেছে, তাই ৫০টি কিনলাম ২৫০ টাকায়। দাম কমায়নি বিক্রেতা। টক নাকি মিষ্টি তা জানি না।

এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলার ৫৩০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যার উৎপাদন ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ মেট্রিক টন।

কৃষকরা বলছেন, এবার আবহাওয়া ছিল অনুকূলে, তাই আঁঠি ও বোম্বাইসহ সব জাতেই এসেছে বাম্পার ফলন। আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যেই রাজশাহীর বাজারে ভেসে আসবে আঁঠি জাতের লিচুর গন্ধ। তারপর আসবে বোম্বাই, চায়না-৩ আর মাদ্রাজি। যদিও আমের তুলনায় লিচুর চাষ অর্ধেকেরও কম, তারপরও এবারের উৎপাদনে চাষিরা আশায় বুক বেঁধেছেন।

পবা উপজেলার কাঁঠাখালি এলাকার চাষি মোশাররফ হোসেন বলেন, ‘এবার প্রচুর মুকুল ঝরে যাওয়ায় আমে তেমন লাভ হবে না। তবে লিচুর ফলন ভালো হয়েছে, আশা করছি এবারে ভালো লাভ হবে।’ তাঁর প্রায় ৫০টি গাছে বাম্পার ফলন হয়েছে। আঁঠি জাতের লিচু কিছুটা টক হলেও বাজারে এর দাম কমে না ২৫০ টাকার নিচে।

পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের চাষি আনছার আলী জানান, এবার প্রতিটি মাঝারি গাছ থেকে তিন-চার হাজার লিচু মিলবে বলে ধারণা করা হচ্ছে। ওজনে যা দাঁড়াবে দেড় থেকে দুইশ কেজি। তবে আমরা চাষিরা সংখ্যায় হিসাব করি, ওজনে নয়।’ তিনি আরও বলেন, গড়ে সাত-আট হাজার টাকা দাম উঠবে প্রতি গাছ থেকে, আর বোম্বাই জাতের গাছে আয় হবে আরও বেশি।

বাগমারা উপজেলার চাষি মোল্লা আলতাফ হোসেন জানান, তাঁর ৩০০ গাছের বাগানে এবার লিচুর হাসি ফুটেছে। আশা করছেন, অন্তত ১৫ লাখ টাকার লিচু বিক্রি হবে। গত বছরও ১০ লাখ টাকার লিচু বিক্রি হয়েছিল এই বাগান থেকে।

উপশহরের লিচু ব্যবসায়ী মেহেদী হাসান জানান, ১২-১৫ বছর ধরে তিনি বাগান লিজ নিয়ে ব্যবসা করছেন। এ বছর ফলন ভালো হয়েছে, ফলে লাভের মুখ দেখার আশায় আছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর জেলায় ৫৩০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যার ফলন ধরা হয়েছে প্রায় ৩৮০০ মেট্রিক টন। এর মধ্যে বাগমারা উপজেলায় ১১৫ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮২৫ মেট্রিক টন।

এছাড়া পুঠিয়ায় ৭৮ হেক্টর, পবায় ৭৫, দুর্গাপুরে ৭০, মোহনপুরে ৫২, চারঘাটে ৪৫, তানোরে ৩০, বাঘায় ২৮, মতিহারে ২০, গোদাগাড়ীতে ১৯ এবং রাজশাহী নগরীতে ১০ হেক্টর জমিতে চাষ হয়েছে। যদিও একটি লিচুগাছ পূর্ণতা পেতে সময় নেয় ৫-৬ বছর, তারপরও কৃষি বিভাগ প্রতিবছর চাষ ও ফলনের আনুমানিক হিসাব ধরে রাখে।

২০১৬-১৭ সালে রাজশাহীতে ৪৮৯ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল, যার উৎপাদন ছিল ২ হাজার ৫১০ মেট্রিক টন। সেখান থেকে প্রতি বছরই বেড়ে চলেছে লিচুর চাষ ও ফলন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, রাজশাহীর লিচু স্বাদে-গন্ধে অনন্য। এখানকার লিচু দেশের অন্যান্য এলাকার চেয়ে একটু আগেই বাজারে আসে, তাই চাহিদাও বেশি থাকে। এবার রাজশাহীতে লিচুর ভাল ফলনের সম্ভাবনা রয়েছে। কোনো দুর্যোগের কবলে না পড়লে কৃষকরা লাভবান হবেন। প্রতি বছর রাজশাহীতে লিচু চাষ বাড়ছে।

লাভ হওয়ায় কৃষকরা লিচু চাষে আগ্রহ দেখাচ্ছেন।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩ শতাধিক Jul 04, 2025
img
বেনাপোলে একাধিক বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক Jul 04, 2025
img
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Jul 04, 2025
img
চিরঞ্জীবীর ‘বিশ্বম্ভারা’ ছবিতে মৌনি রায়ের গ্ল্যামার ঝলক! Jul 04, 2025
img
সবার জন্য নয় কফি! কারা খাবেন না, জেনে নিন Jul 04, 2025
img
ইরানের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালাবে ইসরায়েল Jul 04, 2025
img
নিজ বাসভবনের মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি Jul 04, 2025
img
জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ Jul 04, 2025
img
কানাডার ৬টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি Jul 04, 2025
img
‘সম্পর্ক বিষিয়ে গেলে...’ হঠাৎ কেন বললেন অভিনেত্রী সামান্থা! Jul 04, 2025
img
মা হতে চান, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেবেন অভিনেত্রী জয়া! Jul 04, 2025
img
ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১০ Jul 04, 2025
img
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল ২ জনের Jul 04, 2025
img
পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার আহ্বানের তীব্র নিন্দা জানাল ওআইসি Jul 04, 2025
img
আবুধাবিতে ২৫ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি Jul 04, 2025
img
বাবা, মা, স্ত্রী-কন্যাকে ছাড়া থাকতে পারেন না অভিনেতা অভিষেক! Jul 04, 2025
img
ইরানের তেল বাণিজ্য ও হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Jul 04, 2025
img
রণবীরের ‘রামায়ণ’ ঝলকে মুগ্ধ নেটদুনিয়া, ট্রোলের মুখে ‘আদিপুরুষ’-এর প্রভাস Jul 04, 2025
img
সকালের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 04, 2025
img
বলিউড ও হলিউডের ছোঁয়ায় রণবীরের ‘রামায়ণ’ হয়ে উঠছে মহাকাব্যিক! Jul 04, 2025