মঞ্চে মধ্যমণি কাঙালিনী সুফিয়া

বার্ধক্য দমাতে পারেনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউলশিল্পী কাঙালিনী সুফিয়া। শরীরে নানান রোগে বাসা বেঁধেছে। তবুও মঞ্চে উঠে গান গেয়ে মঞ্চ মাতালেন এই প্রবীণ শিল্পী। বয়স হলেও, এখনো নেচে নেচে গান করেন সুফিয়া। তার কণ্ঠের জাদু এখনো অক্ষত।

বুধবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার কল্যাণপুর বিলপাড়া গ্রামে ‘কাঙালিনী সুফিয়া একডেমি ও জাদুঘর’ উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন। এসময় তার গানে মুগ্ধ হয় দর্শকরা।

জানা গেছে, মাত্র ১৪ বছর বয়স থেকে গান গেয়ে আসছেন দেশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন বরেণ্য শিল্পী কাঙালিনী সুফিয়া। রচনা করেছেন প্রায় ৫ শতাধিক গান। গতকাল বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কল্যাণপুর বিলপাড়া গ্রামে উদ্বোধন করা হয় ‘কাঙ্গালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর’। একচালা টিনের ঘরে একাডেমি উদ্বোধনের সময় দেশের ১৩টি জেলা থেকে আসেন শতাধিক বাউল শিল্পীরা। একাডেমি চত্বরে সারারাত চলে বাউল গানের আয়োজন। গান শুনতে আসেন হাজার হাজার দর্শক শ্রোতা। দীর্ঘদিন পর এমন একটি একাডেমি ও জাদুঘর স্থাপনে খুশি দেশের বাউল শিল্পীরা। একডেমিতে কাঙালিনী সুফিয়ার বিভিন্ন গানের বই, বাদ্যযন্ত্রসহ বিভিন্ন পুরস্কার স্থান পেয়েছে।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জেলে পরিবারে কাঙালিনী সুফিয়ার জন্ম। তার প্রকৃত নাম টুনি হালদার। ১৪ বছর বয়সেই গ্রামের অনুষ্ঠানে গান গেয়ে মানুষের নজর কাড়েন তিন। একসময় তিনি বাংলাদেশ টেলিভিশনেরও নিয়মিত শিল্পী ছিলেন। তার গানের গুরু গৌর মহন্ত ও দেবেন খ্যাপা। হালিম বয়াতির কাছেও গান শিখেছিলেন। এ পর্যন্ত ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। কোনবা পথে নিতাইগঞ্জ যাই’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাটি গাঙের নাইয়া’ সহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী তিনি।

দীর্ঘদিন পর একডেমি ও জাদুঘর উদ্বোধনে খুশি দেশ বরেণ্য শিল্পী কাঙালিনী সুফিয়া। তিনি বলেন, আমি মরে গেলেও যেনো এই একাডেমিটা থাকে। সরকারের মাধ্যমেই থাকবে, সরকারই চালাবে। এখানে একটি কমিটি গঠন করা হবে। একটি ইলেকশনের মাধ্যমে যে পাশ করবে সে এই একাডেমির সেক্রেটারি হবে। এটিই আমার পরিকল্পনা। আমার এই একাডেমিটা যেনো সরকার ভালো করে তৈরি করে দেই এটাই আমার দাবি।

কাঙালিনী সুফিয়ার স্মৃতি রক্ষার্থে প্রশাসন সব সময় কাজ করবে জানিয়ে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, কাঙালিনী সুফিয়া শুধু রাজবাড়ীর না, সে জাতীয় এবং আন্তর্জাতিক ঐতিহ্য। আমাদের শিক্ষা সংস্কৃতি বা কালচার আমরা এখনো সেভাবে মূল্যায়ন করতে পারিনি বা শিখিনি। যে কারণে তার মতো মানুষরা যে অবস্থায় আছে যতটা সম্মান তারা প্রাপ্য আমরা সেটা দিচ্ছি, কিন্তু তার থেকে আরও বেশি তারা প্রাপ্য ছিল। রাজবাড়ীর ইতিহাস ঐতিহ্যের সাথে কাঙ্গালিনী সুফিয়ার মতো মানুষ সব সময় থাকবে। তাকে আমরা দেখেছি। তার আঙিনায় এসে পা রাখার সৌভাগ্য হয়েছে আমাদের। আমি মনে করব এটা আমাদের জীবনের একটি অনন্য প্রাপ্য।

জেলা প্রশাসক আরও বলেন, কাঙালিনী সুফিয়া আমাকে অনেকগুলো অনুরোধ করেছেন। জেলা প্রশাসক হিসেবে আমি চেষ্টা করব আমার সাধ্যের ভেতর থেকে তার অনুরোধগুলো রাখার। কাঙ্গালিনী সুফিয়া একজন গুণী শিল্পী। কাঙালিনী সুফিয়ার স্মৃতি রক্ষার্থে আমরা জেলা প্রশাসন তার পাশে সবসময় আছি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণ কোরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন Dec 17, 2025
img

দেলাওয়ার হোসেন

‘সবচেয়ে বেশি রাজাকার আ.লীগে’ Dec 17, 2025
img
আইনি লড়াইয়ে পিএসজিকে হারিয়ে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছেন এমবাপ্পে Dec 17, 2025
img
রাশফোর্ডের দুর্দান্ত গোল, শেষ ষোলোয় বার্সেলোনা Dec 17, 2025
img
ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করবো: হাসনাত Dec 17, 2025
img
ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না : নাহিদ Dec 17, 2025
img
ফিফার বর্ষসেরা একাদশে পিএসজির জয়জয়কার Dec 17, 2025
img
প্রধান উপদেষ্টা অভিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেবেন আজ Dec 17, 2025
img
খুলনা মুক্ত দিবস আজ Dec 17, 2025
img

ফিফা বেস্ট অ্যাওয়ার্ডস

পুসকাস পুরস্কার জিতলেন আর্জেন্টাইন উইঙ্গার সান্তিয়াগো মন্টিয়েল Dec 17, 2025
img
কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার Dec 17, 2025
img

আইপিএল নিলাম

তাসকিনকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ, ডাক পায়নি বাকিরাও Dec 17, 2025
img
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন ১০ জন Dec 17, 2025
img
ফিফা দ্য বেস্ট ২০২৫ ফুটবলার হলেন যারা, এক নজরে দেখে নিন Dec 17, 2025
img
সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১১ Dec 17, 2025
img
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োগ ইউরোপীয় ইউনিয়নের Dec 17, 2025
img
তারেক রহমানের অফিস ও বাসভবন প্রস্তুত Dec 17, 2025
img
অ্যাডিলেড টেস্টে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে ২ দল Dec 17, 2025
img
ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন লুইস এনরিকে ও সারিনা উইগম্যান Dec 17, 2025
img
আগামী ২৫ ডিসেম্বর দেশে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ : তারেক রহমান Dec 17, 2025