ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার বিচারিক তদন্ত কমিশন গঠনের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা (পিআইএল) গ্রহণ করতে অস্বীকার করেছে।
এর আগে, পহেলগাঁওয়ে সংঘটিত হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছিলেন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সুপ্রিম কোর্টের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি সূর্য কান্ত ও এন. কোটিশ্বর সিং, আবেদনটি খারিজ করে মন্তব্য করেছে যে, এ ধরনের পদক্ষেপ সশস্ত্র বাহিনীর মনোবলকে ক্ষুণ্ন করতে পারে। বেঞ্চ আরও বলে, "এটি এক সংবেদনশীল মুহূর্ত। এমন কিছু প্রার্থনা করবেন না যা কাউকে মনোবলহীন করে তোলে। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করুন।"
বেঞ্চ আবেদনকারী ফতেশ কুমার সাহুকে আদালতে উপস্থিত থেকে আবেদন প্রত্যাহার করার অনুমতি দেয়। আদালত জানান, "আপনার দেশের প্রতি দায়িত্ব আছে। এভাবে কি হয়? অনুগ্রহ করে এমন কিছু করবেন না। আমরা এটি শুনছি না। আপনি চাইলে কোথাও যেতে পারেন।"
এই আবেদনটি জম্মু ও কাশ্মীরের তিন বাসিন্দা—মোহাম্মদ জুনাইদ, ফতেশ কুমার সাহু এবং বিকি কুমার—দায়ের করেছিলেন। তারা হামলার দায় নির্ধারণের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠনের দাবি জানিয়েছিলেন এবং কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এসএস