গাজার প্রায় প্রতি তিনজনের মধ্যে একজন কয়েকদিন ধরে না খেয়ে আছে। এতে আরও বেশি মানুষের জীবন অনাহারের ঝুঁকিতে পড়েছে। এদিকে, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গাজায় মানবিক সহায়তা প্রচেষ্টায় বাধা দেয়ার জন্য ইসরাইলকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) আনাদোলুর বরাত দিয়ে এ কবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ - যাকে জাতিসংঘ ‘দখলদার শক্তি’ হিসেবে উল্লেখ করেছে রোববার সংস্থাটির আটটি মানবিক সমন্বয় অনুরোধের মধ্যে তিনটি প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, এই প্রত্যাখ্যান জাতিসংঘের দলগুলোর গুরুত্বপূর্ণ ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে।
ডুজারিক জোর দিয়ে বলেন, ‘ইসরাইলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা অনুসারে সমস্ত ক্রসিং খুলে দিতে হবে। গাজার অভ্যন্তরে মানবিক প্রবেশাধিকার সম্পূর্ণরূপে সহজতর করতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে।’
এছাড়া তিনি গাজায় জ্বালানিকে বেঁচে থাকার জন্য একটি জীবনরেখা হিসেবেও বর্ণনা করেছেন এবং বিলম্ব না করে এটি প্রবেশের অনুমতি দেয়ারও আহ্বান জানিয়েছেন।
এ সময় গাজায় বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান সংকট মোকাবেলায় জরুরি ও বাধাহীন মানবিক সহায়তা দেয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন ডুজারিক।
এমআর/টিএ